1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইসলামের দোহাই দিয়ে ধর্ষণকে হাতিয়ার করছে আইএস'

১৪ আগস্ট ২০১৫

তুরস্কের সহায়তায় ইসলামিক স্টেট বা আইএস-এর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করেছে অ্যামেরিকা৷ কিন্তু ভাবাদর্শগতভাবে আইএস-কে পরাজিত করার ক্ষেত্রে কি কোনো অগ্রগতি দেখা যাচ্ছে?

https://p.dw.com/p/1GFUi
Symbolbild Reporter ohne Grenzen 2013 Türkei Platz 154
ছবি: dapd

সিএনএন-এর সাংবাদিক জিম স্কুটো আইএস বা আইসিস দমন অভিযান ব্যর্থ হচ্ছে কিনা, সে বিষয়ে একটি সাক্ষাৎকার নিয়েছেন৷

আইএস ইরাকে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে৷ সাদ্দাম হুসেনের আমলে কুর্দি এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রেক্ষাপটে বিষয়টির বাড়তি তাৎপর্য রয়েছে৷ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এর নির্বাহী পরিচালক কেনেথ রথ কুর্দি বাহিনীকে উদ্ধৃত করে এই অভিযোগের উল্লেখ করেছেন৷

অস্কার রুসো এ বিষয়ে লেখা একটি প্রতিবেদন শেয়ার করেছেন৷

রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি অ্যামেরিকা তদন্ত করে দেখছে৷ হিলেল নয়ার অবশ্য প্রশ্ন তুলেছেন, এই অভিযোগ যদি সত্য হয়, তার পরেও কি মার্কিন প্রশাসন আইসিস-এর ‘মূল মদতদাতা'-কে ১৫০ বিলিয়ন ডলার দেবে? অবশ্যই তাঁর ইঙ্গিত সৌদি আরবের দিকে৷

আইএস-এর কার্যকলাপের বিভিন্ন দিক সম্পর্কে নানা বিশ্লেষণভিত্তিক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে৷ সোশ্যাল মিডিয়ায় সেগুলি শেয়ার করার প্রবণতাও বাড়ছে৷ এই মুহূর্তে সবচেয়ে আলোচিত প্রতিবেদনটির বিষয়বস্তু ধর্মের অপব্যবহার৷ বিশেষ করে ধর্ষণকে কীভাবে হাতিয়ার করা হচ্ছে, সেই বিষয়টি এই প্রতিবেদনে তিলে ধরা হয়েছে৷ তারেক ফাতাহ এই প্রতিবেদনটি শেয়ার করেছেন৷

বহুকাল বিলম্বের পর তুরস্ক সম্প্রতি আইএস-এর বিরুদ্ধে সংগ্রামে অংশ নেবার সিদ্ধান্ত নিয়েছে৷ মুটুলু চিভিরোলু একটি প্রতিবেদন শেয়ার করে তার একটি উদ্ধৃতি তুলে ধরেছেন৷ তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান অতীতে আইএস বা আইসিস-পন্থি অবস্থানের বোঝা ঝেড়ে ফেলতে চাইছেন বলে তাতে দাবি করা হয়েছে৷

গোটা বিশ্ব থেকে আইএস যেভাবে যোদ্ধা ও সমর্থক আকর্ষণ করে চলেছে, তার পেছনে রয়েছে অত্যন্ত দক্ষ জনসংযোগ কৌশল৷ সাংবাদিক জাইদ বেঞ্জামিন এ সংক্রান্ত একটি প্রতিবেদন শেয়ার করেছেন৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য