1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসলামি সংগীতে রক ও পপ মিউজিক

১৭ অক্টোবর ২০২০

মিশরের এক ইসলামি সংগীত শিল্পী বিশ্বের দরবারে ইসলামি সংগীতের কদর বাড়াতে এতে প্রাচ্য ও পাশ্চাত্য সংগীতের সংমিশ্রণ ঘটাচ্ছেন৷

https://p.dw.com/p/3k3kV
Ägypten Cairo Symphony Orchestra
ছবি: Cairo Symphony Orchestra

মিশরের মোহাম্মদ আল-তোহামি ইসলামি সংগীত ‘ইনশাদ' পরিবেশনে দারুণ পারদর্শী৷  ১৪শ' বছরের পুরোনো ইসলামি সংগীতের একটি রূপ এটি, যেখানে আল্লাহ ও মহানবীর গুণগান করা হয় কথা ও সুরের মাধ্যমে৷

আল তোহামি ইনশাদ গাইতে যতটা পছন্দ করেন, গেম অফ থর্নসের থিম সং গাইতেও ততটা ভালোবাসেন৷

৪১ বছর বয়সি তোহামি সুফি ইসলাম দ্বারা অনুপ্রাণিত৷  এ কারণে প্রাচীন ইসলামি পদ্য এবং কাব্য সুরের সাথে পরিবেশন করে তিনি আত্মতৃপ্তি পান৷

তবে ইনশাদকে তোহামি এমনভাবে উপস্থাপন করছেন, যা বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে৷ ইসলামি সংগীতের এই ধারা নিয়ে তিনি নানা পরীক্ষা-নীরিক্ষা করেছেন৷

যেখানে ইসলামি গানে যেকোন বাদ্যযন্ত্র বাজানো নিষেধ, সেখানে তিনি ওয়েস্টার্ন ঘরানার রক মিউজিক এবং অর্কেস্ট্রার সাথে এসব গান পরিবেশন করেন৷

সংবাদ সংস্থা এএফপিকে তোহামি জানান, তাঁর নতুন প্রকল্প শাস্ত্রীয় আরবি সংগীতের সাথে জনপ্রিয় সংগীতের ‘মিক্সিং'৷ অর্থাৎ রক, পপ সবধরনের সংগীতের সাথে এসব মিউজিকের মিশ্রন ঘটাতে চান তিনি৷  কেবল পাশ্চাত্য নয়, প্রাচ্যের সংগীতের সঙ্গেও ঐতিহ্যবাহী ধর্মীয় সংগীতের সংমিশ্রন করতে চান এই শিল্পী ৷ এর মাধ্যমে পশ্চিমা বিশ্বের তরুণ প্রজন্মের কাছে শাস্ত্রীয় আরবি সংগীতের কদর বাড়বে বলে মনে করেন তিনি৷ বলেন, ‘‘সংগীতের কথার চেয়ে সুর মানুষকে বেশি আকর্ষণ করে, আর ইনশাদের সুর বিদেশিদের মনকে ছুঁয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই৷''

তোহামির বাবাও ইসলামি সংগীত শিল্পী৷ ইয়াসিন আল-তোহামি মিশরের জনপ্রিয় ধর্মীয় শিল্পী৷ ২০১৪ সাল থেকে তোহামি কায়রোতে একটি গানের স্কুল চালাচ্ছেন, উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে ধর্মীয় সংগীত ও সাহিত্যকে তুলে ধরা৷        

এখন পর্যন্ত শিক্ষার্থীদের নয়টি দল স্নাতক হয়েছে এই স্কুল থেকে৷ তোহামি জানান, তাঁর স্কুলে বয়স, ধর্ম ও জাতীয়তার কোনো বাধ্যবাধকতা নেই, যে কেউ এখানে এসে ইসলামি সংগীতে তালিম নিতে পারে৷ 

    বিভিন্ন আন্তর্জাতিক সংগীত উৎসবে অংশ নিয়ে থাকেন তোহামি৷ ২০১৭ সালে যুক্তরাষ্ট্র থেকে বের হওয়া অ্যালবাম ‘অরিজিন'-এর তিনটি গানের সাথে সঙ্গত করেন তিনি৷ এই অ্যালবামটি গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড জিতে নেয়৷ ফরাসি টিভিতে শিশুদের প্রতিভা বিকাশের অনুষ্ঠান ‘দ্য ভয়েস কিডস'-এ পারফর্ম করেছে তাঁর স্কুলের শিক্ষার্থীরা৷

গ্র্যামিজয়ী মিশরীয় সংগীত শিল্পী ফাতি সালামার সঙ্গে সম্প্রতি একটি প্রকল্প হাতে নিয়েছেন তিনি ‘সুফিজম ভার্সাস মর্ডানিটি'৷

ইটালি ও নরওয়েতে তাদের যৌথ পরিবেশনার কথা থাকলেও করোনার কারণে তা বিলম্বিত হচ্ছে৷

তোহামি নিজেকে সুফি দর্শনপ্রেমী হিসেবে বর্ণনা করতে ভালোবাসেন৷ কারণ, ইসলামের এই ধারায় আল্লাহর প্রতি ভালোবাসা জানানো হয় সংগীত, নৃত্য এবং কবিতার মাধ্যমে৷

তাঁর মতে, সুফি ইসলাম দর্শনকে কেউ যদি মনেপ্রাণে গ্রহণ করে, তবে সন্ত্রাসবাদের চিন্তা কখনো তার মনে স্থান পাবে না৷

এপিবি/এসিবি (এপি, এএফপি)