1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত

১৫ অক্টোবর ২০১৫

একটি পুরাতন ক্ষত থেকে রক্তক্ষরণ যেন এবার নতুন রূপ নিচ্ছে৷ ফিলিস্তিনি তরফে কিশোর-তরুণেরা বিক্ষুব্ধ, উত্তাল; ইসরায়েলি তরফে সরকার সাধারণ মানুষদেরও বন্দুক সাথে রাখতে বলছেন৷ কোথায় চলেছে এই সংঘাত?

https://p.dw.com/p/1Gojo
Westjordanland Hebron Ausschreitungen Gewalt
ছবি: Getty Images/AFP/H. Bader

বেথলেহেম ও ফিলিস্তিনি এলাকাগুলিতে ব্যাপক সহিংসতার পর ফিলিস্তিনি নেতৃত্ব আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং সাবধান করে দিয়েছেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে৷ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ‘‘ইসরায়েলি জবরদখল শান্তি ও স্থায়িত্বকে বিপন্ন করছে এবং এমন একটি ধর্মীয় সংঘাত সূচিত করতে চলেছে, যা শুধু এই অঞ্চলেই নয়, বরং সারা বিশ্বে অগ্নিকাণ্ড ঘটাতে পারে৷’’

পূর্ব জেরুসালেমের আরব বাসিন্দাদের গাড়ি থামিয়ে সার্চ করছে ইসরায়েলি সৈন্যরা৷ সাম্প্রতিক সহিংসতায় যে সব আরবদের হাতে ইসরায়েলিরা নিহত হয়েছে, তাদের অধিকাংশই পূর্ব জেরুসালেমের আরব পৌর এলাকাগুলির অধিবাসী৷

এসি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান