ইসরায়েল-ফিলিস্তিন সম্পর্ক
৩০ জুন ২০১৪সোমবার ভোরে রকেট হামলায় দুটি বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী৷ পুলিশ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আছে দুই জন৷ সেনাবাহিনী জানিয়েছে, হামাস গোষ্ঠী তিনজন কিশোরকে অপহরণ করার পর পশ্চিমতীরে অভিযান চালায় তারা৷ ঐ অভিযানের প্রতিবাদেই হয়ত এই হামলা চালিয়েছে হামাস৷
ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, ঐ কিশোরদের নিখোঁজ হওয়ার পর এখন পর্যন্ত হামাস ৪০টি রকেট হামলা চালিয়েছে৷ ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তা আশরাফ আল-কিদরা বলেছেন, রবিবার রাতে ইসরায়েলের হামলায় হামাসের একজন সদস্য নিহত হয়েছে৷
১২ই জুন থেকে ইসরায়েলি সেনারা পশ্চিমতীরে ধড়পাকড় শুরু করেছে৷ শুক্রবারও ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় হামাসের দুই সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি৷ সেনাবাহিনীর দাবি, হামাসের ঐ সদস্যরাই রকেট হামলা চালাচ্ছিল৷ শনিবার রাতে গাজার ১২টি স্থানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী৷ এ পর্যন্ত ৪০০ ফিলিস্তিনিকে পশ্চিমতীর থেকে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগই হামাসের সদস্য৷
ইসরায়েলে বিক্ষোভ
এদিকে ইসরায়েলের রাজধানী তেল আভিভে নিখোঁজ তিন কিশোরকে ফিরিয়ে আনার দাবিতে রবিবার রাতভর কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে রাবিন স্কয়ারে৷ ঐ তিন কিশোরের মা জনগণের উদ্দেশ্যে বলেন, ‘‘আমরা আশা ছাড়বো না, বিক্ষোভ অব্যাহত রাখবো৷'' ঐ কিশোরদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে৷
এই ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু হামাসের সাথে জোট ভেঙে নতুন সরকার গঠনের জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আহ্বান জানিয়েছেন৷ আব্বাস অবশ্য কিশোর অপহরণের তীব্র নিন্দা জানান৷
এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)