ইসরায়েলে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা
২৭ ডিসেম্বর ২০২২বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক অস্থিরতা পর সম্ভবত বৃহস্পতিবার ইসরায়েলে আবার নতুন সরকার গঠিত হচ্ছে৷ কিন্তু বেনইয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে কট্টর দক্ষিণপন্থি জোট সরকার ক্ষমতায় আসার আগেই দেশের বিভিন্ন মহলে চরম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ কারণ সম্ভাব্য সরকারের শরিকদের মধ্যে এমন কিছু নেতা রয়েছেন, যাদের আচরণ ও অবস্থান গণতান্ত্রিক কাঠামোর উপর জোরালো আঘাত আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ শিল্প-বাণিজ্য মহল ও প্রাক্তন সেনা কর্মকর্তারা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তা প্রকাশ করছেন৷
গত ১লা নভেম্বরের নির্বাচনের পর প্রাক্তন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে বিতর্কিত জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর সরকারের রূপরেখা প্রায় স্পষ্ট হয়ে উঠেছে৷ সেই প্রক্রিয়া চূড়ান্ত না হলেও চরম দক্ষিণপন্থি সহযোগীরা ইসরায়েলের জাতীয় পুলিশ বাহিনী ও অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের দায়িত্ব পেতে চলেছেন৷ তাছাড়া বিভিন্ন অপরাধের দায়ে অভিযুক্ত ও কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মন্ত্রিত্বের পথে বাধা দূর করতে নতুন সরকার আইন প্রণয়নের তোড়জোড় করছে৷ দুর্নীতির মামলায় অভিযুক্ত নেতানিয়াহুর বিরুদ্ধেও আইনি অভিযোগ এড়ানোর উদ্যোগও চলছে৷ সে ক্ষেত্রে ইসরায়েলের বিচার বিভাগ দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা বাড়ছে৷
ইসরায়েলের নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা চূড়ান্ত না হলেও কয়েকটি নাম নিয়ে বিতর্ক দানা বাঁধছে৷ বিশেষ করে জুইশ পাওয়ার পার্টির ইতামার বেন গভির জাতীয় নিরাপত্তা মন্ত্রী এবং রিলিজিয়াস জায়নিসম দলের বেজালেল স্মট্রিশ অধিকৃত পশ্চিম তীরে বসতির দায়িত্ব পাচ্ছেন বলে স্পষ্ট হয়ে উঠছে৷ দুই নেতাই সেখানে বাস করেন৷ আরব জনগোষ্ঠী থেকে শুরু করে নারীদের অধিকার এবং এলজিবিটিকিউ সংখ্যালঘুদের সম্পর্কে তাঁদের অবস্থান প্রবল বিতর্কের কারণ৷
সোমবার ইসরায়েলি বিমান বাহিনীর এক হাজারেরও বেশি প্রাক্তন সদস্য দেশের সুপ্রিম কোর্ট ও অন্যান্য আইনি কর্তৃপক্ষের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে নতুন সরকারের বিরুদ্ধে কড়া অবস্থান নেবার আর্জি জানিয়েছেন৷ তাঁদের মতে, ধর্মীয় ও চরম জাতীয়তাবাদী দলগুলির এই জোট ইসরায়েলের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে উঠতে পারে৷ সেই বিপর্যয় এড়াতে তাঁরা ‘সুরক্ষার শেষ বলয়' হিসেবে বিচার বিভাগকে সক্রিয় হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন৷ স্বাক্ষরকারীদের মধ্যে সেনাবাহিনীর প্রাক্তন প্রধান ড্যান হালুৎস ও বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আভিহু বেন-নুনের মতো শীর্ষ ব্যক্তিত্বও রয়েছেন৷
সোমবারই ইসরায়েলের শিল্প-বাণিজ্য জগতের একাধিক নেতৃস্থানীয় প্রতিষ্ঠান সম্ভাব্য নতুন সরকারের বিতর্কিত অবস্থানের আলোকে অভ্যন্তরীণ বৈষম্য-বিরোধী বিধিনিয়ম আরও শক্তিশালী করার উদ্যোগের অঙ্গীকার করেছে৷ লিঙ্গ বিষম্য ও সংখ্যালঘুদের অধিকার সম্পর্কে সম্ভাব্য সরকারের সদস্যদের একাধিক বিতর্কিত মন্তব্যের আলোকে এমন অবস্থান নিচ্ছে শিল্প-বাণিজ্য জগতের একাংশ৷
এসবি/কেএম (রয়টার্স, এপি)