ইসরায়েলের হামলায় ইসলামিক জিহাদ নেতা নিহত
১২ নভেম্বর ২০১৯এর কিছুক্ষণ পরই ইসরায়েলের দিকে লক্ষ্য করে গাজা থেকে রকেট হামলা শুরু হয় বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ৷
এর টুইটার বার্তায় ৪২ বছর বয়সি আল-আতার উপর হামলার খবর জানায় আইডিএফ৷ ‘‘ইসরায়েলের সাধারণ নাগিরক ও সৈন্যদের বিরুদ্ধে শত শত সন্ত্রাসী হামলা চালানোর সঙ্গে তিনি জড়িত ছিলেন৷ খুব শিগগিরই তিনি পরবর্তী হামলার পরিকল্পনা করছিলেন,’’ বলে জানিয়েছে আইডিএফ৷
ইসলামিক জিহাদ এক বিবতিতে আল-আতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷ হামলায় সময় আল-আতা ‘নায়কোচিত’ কাজ করছিলেন বলে জানানো হয়৷ হামলার প্রতিশোধ নেয়ার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷ ইসরায়েলি হামলায় আল-আতার স্ত্রীও নিহত হয়েছেন বলে জানানো হয়েছে৷
আল-আতার মৃত্যুর খবর নিশ্চিতের পর ইসলামিক জিহাদ ইসরায়েলে রকেট হামলা শুরু করে৷ এই ঘটনায় তেল আভিভের কাছের হলন ও রিশোন লেজিয়ন এলাকায় সাইরেন বাজানো হয়৷ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে৷
সিরিয়ার আরেক হামলা
মঙ্গলবার সকালে সিরিয়ার দামেস্কের এক ভবনে হামলা চালায় ইসরায়েল৷ সেখানে ইসলামিক জিহাদের একজন কমান্ডার ছিলেন বলে জানানো হয়েছে৷
সিরিয়ার সরকারি সংবাদসংস্থা সানা বলছে, হামলায় ছয়জন নিহত হয়েছেন৷ তবে নিহতদের মধ্যে আকরাম আল-আজুরি নামের ইসলামিক জিহাদ কমান্ডার আছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি৷
জেডএইচ/কেএম (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
২৩ অক্টোবরের ছবিঘরটি দেখুন...