1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলের হামলায় ইসলামিক জিহাদ নেতা নিহত

১২ নভেম্বর ২০১৯

ফিলিস্তিনের গাজার জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদের কমান্ডার বাহা আবু আল-আতা মঙ্গলবার সকালে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন৷ ইরানের সমর্থনপুষ্ট গোষ্ঠীটি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷

https://p.dw.com/p/3Srj2
ইসলামিক জিহাদের কমান্ডার বাহা আবু আল-আতাছবি: Reuters/M. Salem

এর কিছুক্ষণ পরই ইসরায়েলের দিকে লক্ষ্য করে গাজা থেকে রকেট হামলা শুরু হয় বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ৷

এর টুইটার বার্তায় ৪২ বছর বয়সি আল-আতার উপর হামলার খবর জানায় আইডিএফ৷ ‘‘ইসরায়েলের সাধারণ নাগিরক ও সৈন্যদের বিরুদ্ধে শত শত সন্ত্রাসী হামলা চালানোর সঙ্গে তিনি জড়িত ছিলেন৷ খুব শিগগিরই তিনি পরবর্তী হামলার পরিকল্পনা করছিলেন,’’ বলে জানিয়েছে আইডিএফ৷

ইসলামিক জিহাদ এক বিবতিতে আল-আতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷ হামলায় সময় আল-আতা ‘নায়কোচিত’ কাজ করছিলেন বলে জানানো হয়৷ হামলার প্রতিশোধ নেয়ার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷ ইসরায়েলি হামলায় আল-আতার স্ত্রীও নিহত হয়েছেন বলে জানানো হয়েছে৷

আল-আতার মৃত্যুর খবর নিশ্চিতের পর ইসলামিক জিহাদ ইসরায়েলে রকেট হামলা শুরু করে৷ এই ঘটনায় তেল আভিভের কাছের হলন ও রিশোন লেজিয়ন এলাকায় সাইরেন বাজানো হয়৷ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে৷

সিরিয়ার আরেক হামলা

মঙ্গলবার সকালে সিরিয়ার দামেস্কের এক ভবনে হামলা চালায় ইসরায়েল৷ সেখানে ইসলামিক জিহাদের একজন কমান্ডার ছিলেন বলে জানানো হয়েছে৷

সিরিয়ার সরকারি সংবাদসংস্থা সানা বলছে, হামলায় ছয়জন নিহত হয়েছেন৷ তবে নিহতদের মধ্যে আকরাম আল-আজুরি নামের ইসলামিক জিহাদ কমান্ডার আছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি৷

জেডএইচ/কেএম (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

২৩ অক্টোবরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য