ইসরায়েলি হামলায় অন্তত ৪৬ ফিলিস্তিনি নিহত
১ নভেম্বর ২০২৪বাইত লাহিয়া শহরের কামাল আদওয়ান হাসপাতাল ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস সামরিক উদ্দেশ্যে ব্যবহার করে আসছে বলে অভিযোগ ইসরায়েল৷ গাজার স্বাস্থ্য কর্মকর্তা ও হামাস এই অভিযোগ অস্বীকার করেছে৷
মধ্য গাজার নুসিরাত ক্যাম্পের দুইটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন৷ ক্যাম্পের আল-আওদা হাসপাতালের চিকিৎসকেরা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন৷ নিহতদের মধ্যে একজন প্যারামেডিক এবং দুইজন স্থানীয় সাংবাদিকও রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স৷
ইসরায়েল জানুয়ারিতে বলেছিল উত্তর গাজায় তারা হামাসের কমান্ড কাঠামো ভেঙে দিয়েছে৷ তবে এই উত্তর গাজাই এখন ইসরায়েলের হামলার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে৷ হামাস আবার সংগঠিত হয়েছে দাবি করে অক্টোবরের শুরুতে জাবালিয়া, বাইত হানুন এবং বাইত লাহিয়া ট্যাংক পাঠায় ইসরায়েল৷
বাইত লাহিয়াতে অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালের নার্সিং পরিচালক ইদ সাব্বাহ রয়টার্সকে জানিয়েছেন, হাসপাতালের তৃতীয় তলায় হামলায় কিছু কর্মী সামান্য দগ্ধ হয়েছেন৷ গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী এই হাসপাতালটি আক্রমণ করে দখলে নেয়৷ তখন সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷ ইসরায়েল জানিয়েছে, সেই অভিযানে প্রায় ১০০ জন সন্দেহভাজন হামাস জঙ্গিকে তারা আটক করেছিল৷ ইসরায়েলি ট্যাংক এখনও হাসপাতালটির কাছাকাছি অবস্থান করছে৷
এডিকে/এফএস (রয়টার্স)