1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরান চুক্তি বাঁচাতে তৎপর ইউরোপ

১৫ জুলাই ২০১৯

সোমবার ব্রাসেলসে মাসিক বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা৷ তাঁরা ইরান চুক্তি বাঁচাতে তৎপর হয়ে উঠেছেন৷ এ লক্ষ্যে ইরানকে চুক্তি ভঙ্গ না করার অনুরোধ জানিয়েছেন ইইউ মন্ত্রীরা৷

https://p.dw.com/p/3M6cg
Iran Ölraffinerie
ছবি: picture alliance/AP Photo/Vahid Salemi

তবে ইরান বলছে, চুক্তি থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন করে যে নিষেধাজ্ঞা জারি করেছে তাতে দেশটির অর্থনীতি ক্ষতির মুখে পড়ছে৷ ইউরোপ এই ক্ষতি পুষিয়ে দিলে ইরান চুক্তি মেনে চলবে বলে জানিয়েছে৷

যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ায় ইরান সম্প্রতি আবারও ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শুরু করেছে৷ ইউরোপের মন্ত্রীরা ইরানকে এই কাজ করা থেকে বিরত থাকতে বলেছেন৷ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভ লে দ্রিয় বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কারণে ইরানের চুক্তি ভঙ্গ করা ‘একটি খারাপ সিদ্ধান্তের খারাপ প্রতিক্রিয়া'৷

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি রবিবার এক যৌথ বিবৃতিতে ইরানের চুক্তি ভঙ্গের খবরে ‘গভীর উদ্বেগ'  প্রকাশ করেছে৷

সোমবারের বৈঠকে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে দেশটির সঙ্গে বাণিজ্য করা নিয়ে আলোচনা করেন ইইউ মন্ত্রীরা৷

জার্মানিসহ দশটি ইউরোপীয় দেশ ইতিমধ্যে এমন এক পন্থায় বাণিজ্য করতে একমত হয়েছে৷ এই ব্যবস্থার নাম ‘ইনস্ট্রুমেন্ট ইন সাপোর্ট অফ ট্রেড এক্সচেঞ্জেস' বা ইনসটেক্স৷ এটি একটি বিনিময় পদ্ধতি৷ অর্থাৎ মুদ্রার মাধ্যমে পণ্য বেচাকেনা না করে অতীতের মতো পণ্য বিনিময় করার পন্থা হচ্ছে ইনসটেক্স৷

এদিকে, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে ইরান আলোচনায় রাজি আছে বলে রবিবার জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি৷

জেডএইচ/কেএম (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য