1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো ইরান

২ ফেব্রুয়ারি ২০১৭

ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসেন ডেনঘান জানান, গত সপ্তাহান্তে তাঁর দেশ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন৷

https://p.dw.com/p/2Wpjx
ইরানের কাছে যে ধরনের ক্ষেপণাস্ত্র আছে
ছবি: picture-alliance/dpa/Iran defence ministry

দায়িত্ব নেয়ার পর দেয়া প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে ফ্লিন বুধবার সাংবাদিকদের বলেন, সপ্তাহান্তে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও দেশটির সঙ্গে সংশ্লিষ্ট বিদ্রোহীদের সৌদি এক জাহাজে হামলা চালানোর ঘটনা দু'টি মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের ‘অশান্ত আচরণ'-এর আভাস দিচ্ছে৷ ‘‘আজ থেকে আমরা ইরানকে আনুষ্ঠানিকভাবে ‘অন নোটিস'-এ রাখছি'', বলেন তিনি৷ তবে তাঁর এই বক্তব্যের অর্থ ব্যাখ্যা করেননি তিনি৷

উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরানের সঙ্গে একটি চুক্তি সই করেছিল ছয় বিশ্ব শক্তি৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সেটি সমর্থনও করেছিল৷ চুক্তিতে বলা হয়, ইরান যদি তার পরমাণু কার্যক্রমে লাগাম টানে তাহলে তার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে৷

২০১৫ সালে ঐ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ইরান বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়৷ তবে গত সপ্তাহান্তের পরীক্ষাটি ছিল ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম৷ নির্বাচনি প্রচারণা চালানোর সময় ট্রাম্প ইরানের সঙ্গে বিশ্ব শক্তিদের স্বাক্ষরিত চুক্তির সমালোচনা করেছিলেন এবং তিনি ইরানের মিসাইল প্রোগ্রাম বন্ধ করবেন বলে জানিয়েছিলেন৷

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফ্লিন বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ রেজোলিউশনের লঙ্ঘন৷ এই রেজোলিউশন বলছে, পরমাণু অস্ত্র নিক্ষেপ করতে পারে এমন ক্ষেপণাস্ত্র তৈরির কাজে জড়িত হবে না ইরান৷

তবে ইরান বলছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা রেজোলিউশনের লঙ্ঘন নয়, কারণ প্রতিরক্ষা বিষক উদ্দেশ্য পূরণের লক্ষ্যে এই পরীক্ষা চালানো হয়েছে, পরমাণু অস্ত্র ছোঁড়ার জন্য নয়৷ প্রতিরক্ষামন্ত্রী হোসেন ডেনঘান বলেন, ‘‘সাম্প্রতিক পরীক্ষা ২০১৫ সালের পরমাণু চুক্তি ও জাতিসংঘ রেজোলিউশনের লঙ্ঘন নয়৷ আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা এই পরীক্ষা চালিয়েছি এবং বিদেশিদের আমাদের প্রতিরক্ষা বিষয়ে হস্তক্ষেপ করতে দেয়া হবে না৷''

উল্লেখ্য, ইরানের কাছে যে ক্ষেপণাস্ত্রগুলো আছে তা মধ্যপ্রাচ্যের একটি বড় অংশে হামলা চালাতে সক্ষম৷ যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘাঁটি ও ইরানের আঞ্চলিক শত্রু ইসরায়েলেও আঘাত হানতে সক্ষম ইরানের মিসাইল৷ ইরান বলছে, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের হামলা ঠেকাতে তাদের মিসাইল কার্যকরি৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স, ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান