1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে আত্মঘাতী হামলা, মৃত অন্তত ৩২

২২ জানুয়ারি ২০২১

ইরাকে ভয়াবহ বিস্ফোরণ ঘটালো আইএস জঙ্গিরা। হতাহত বহু। বাগদাদের বাজারে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

https://p.dw.com/p/3oGLN
বাগদাদে হামলা
ছবি: Hadi Mizban/AP/picture alliance

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল বাগদাদ। আত্মঘাতী হামলায় নিহত অন্তত ৩২। আহত শতাধিক। বৃহস্পতিবার বাগদাদের মূল বাজারে বিস্ফোরণটি ঘটেছে। আইএস হামলার দায় স্বীকার করেছে।

ইরাকের প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে হামলার বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বাগদাদের বাজারে প্রথমে একজন আত্মঘাতী জঙ্গি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। জায়গা বুঝে রাস্তার উপর শুয়ে পড়ে সে শরীর খারাপের অভিনয় করতে শুরু করে। তার অবস্থা দেখে আশপাশে মানুষ ভিড় জমান। অনেকেই তাকে সাহায্য করার চেষ্টা করেন। ঠিক সেই সময়েই বিস্ফোরণ ঘটায় সে। তার কিছুক্ষণের মধ্যে ওই ভিড়ের ভিতর থেকেই দ্বিতীয় আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, নিমেষের মধ্যে গোটা এলাকাটি রক্ত আর ছিন্নভিন্ন দেহে ভরে যায়।

গত তিন বছরে ইরাকে এত বড় বিস্ফোরণ হয়নি। ইসলামিক স্টেটকে পরাস্ত করার পরে এত বড় হামলার ঘটনা সেখানে ঘটেনি। আইএস জঙ্গিরা হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। ইরাকে যে তাদের উপস্থিতি এখনো ভালোই, তার প্রমাণ দিতেই তারা এ কাজ করেছে বলে মনে করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, স্লিপিং সেলের সাহায্যে এ ঘটনা ঘটানো হয়েছে। ফলে গোয়েন্দাদের কাছে এ বিষয়ে বিশেষ তথ্য ছিল না।

ইরাকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এখনো পর্যন্ত ১১০ জন আহত। তাদের সকলকেই হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকরই অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা আছে।

জাতিসংঘ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বস্তুত, ঘটনার পরেই বাজারের অদূরে বাগদাদের গ্রিন জোন সিল করে দেওয়া হয়। সেখানেই অ্যামেরিকা সহ একাধিক দেশের দূতাবাস। এর আগে সেখানেও বার বার হামলার চেষ্টা হয়েছে।

জর্ডন, মিশরও ঘটনার প্রতিবাদ জানিয়েছে। আগামী মার্চ মাসে পোপ ফ্রান্সিসের ইরাক যাওয়ার কথা। তিনিও ঘটনার নিন্দা করেছেন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি্)