1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতীয়দের উদ্ধার প্রচেষ্টা

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২০ জুন ২০১৪

ইরাকে আটকা পড়া ভারতীয়দের ঘরে ফিরিয়ে আনা মোদী সরকারের জন্য এক অগ্নিপরীক্ষা৷ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, সরকার দিন-রাত এ কাজই করছে৷ ইরাক সরকার অবশ্য জানায়, অপহৃত ৪০ জন ভারতীয় নিরাপদেই আছে মসুল শহরে৷

https://p.dw.com/p/1CM2J
Irak Freiwillige Kämpfer
ছবি: Karim Sahi/AFP/Getty Images

ইরাকে জাতি সংঘর্ষ এক ভয়াবহ চেহারা নিয়েছে৷ এই রক্তাক্ত পরিস্থিতিতে ৪০ জন ভারতীয় নির্মাণকর্মীকে অপহরণ করেছে আইসিস জঙ্গিরা৷ ঐ সব ভারতীয় কর্মী তারিক নূর আল-হুদা নির্মাণ সংস্থায় কর্মরত ছিলেন৷ অপহরণ করে তাঁদের রাখা হয় মসুল শহরে, যেটা এখন সুন্নিদের কবজায়৷ অপহৃত নির্মাণকর্মীদের বেশির ভাগই পাঞ্জাবের৷ তাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন৷ মোদী সরকার অপহৃতদের এবং আটকা পড়া অন্য সব ভারতীয়দের কীভাবে নিরাপদে ঘরে ফিরিয়ে আনা যায়, তার জন্য ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে, বলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ৷ তাঁর সঙ্গে গত বুধবার অপহৃত ভারতীয়দের নিকট আত্মীয় স্বজনরা দেখা করলে, তিনি আশ্বাস দেন যে, সরকার বসে নেই৷ কীভাবে ফিরিয়ে আনা যায় তার সবথেকে ভালো উপায় নিয়ে চিন্তা-ভাবনা চলেছে৷

বাগদাদে ভারতীয় দূতাবাসও এ বিষয়ে সক্রিয়৷ নিয়মিত সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে তারা৷ মুক্তিপণ দিলে যদি ছেড়ে দেয়, তাহলে পঞ্জাব সরকার সেটা দিতেও রাজি৷ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইসিস জঙ্গিরা মুক্তিপণের দাবি করেছে এমন খবর জানা নেই সরকারের৷ জানা গেছে, গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং৷

এদিকে ইরাক সরকার দিল্লিকে জানিয়েছে যে, অপহৃত ৪০ জন ভারতীয় নির্মাণকর্মীদের রাখা হয়েছে মসুল শহরে৷ এমনিতে তাঁরা নিরাপদেই আছে৷ তবে জঙ্গিদের হাত থেকে তাঁদের উদ্ধার করা সহজ হবে না৷ সঠিক স্থান এই মুহূর্তে বলা যাবে না৷ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবারুদ্দিন৷

ইরাকে আটকা পড়া কেরালার ৪০ জন নার্সকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক রেড ক্রিসেন্টকে অনুরোধ করা হয়েছে তাঁদের সঙ্গে যোগাযোগ করে এবং তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করে দিল্লিকে জানাতে৷ খোলা হয়েছে ২৪ ঘণ্টার ‘হেলপ লাইন'৷ নম্বর: ০১১-২৩০১৮১৫৮ এবং ২৩০১৪১৪৷ ই-মেল: কন্টোলরুম @এমইএ.গভ.ইন

ওদিকে প্রায় ১০ হাজার আটকা পড়া ভারতীয়দের কেউ কেউ ইতিমধ্যে ভারতে ফিরে এসে সেখানকার পরিস্থিতির ভয়াবহ বিবরণ দিয়ে বলেছেন, আইসিস জঙ্গিরা কাউকেই রেহাই দিচ্ছে না৷ নির্বিচারে হত্যা করে চলেছে সিয়া-সুন্নি সবাইকে৷ পশুদের চেয়েও এরা হিংস্র৷ উল্লেখ্য, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া বা আইসিস জঙ্গিদের শনাক্ত করা অত্যন্ত জরুরি৷ কিছু সুন্নি মুসলিম আল-কায়েদা থেকে আলাদা হয়ে গড়ে তুলেছে এই আইসিস জঙ্গি সংগঠন৷

সৌদি আরবের কথা অনুযায়ী, ইরাক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলেছে৷ যে কোনো সময়ে অভাবিত কিছু ঘটে যেতে পারে৷ বিশ্ব তেলের বাজারে ইতিমধ্যেই আগুণ লেগেছে৷ প্রমাদ গুণছে মোদী সরকার৷ তার মধ্যে ইরাকের আগ্নেয় পরিস্থিতি থেকে সব ভারতীয়কে নিরাপদে ঘরে ফিরিয়ে আনা হবে মোদী সরকারের আন্তর্জাতিক কূটনীতির এক অগ্নিপরীক্ষা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য