ভারতীয়দের উদ্ধার প্রচেষ্টা
২০ জুন ২০১৪ইরাকে জাতি সংঘর্ষ এক ভয়াবহ চেহারা নিয়েছে৷ এই রক্তাক্ত পরিস্থিতিতে ৪০ জন ভারতীয় নির্মাণকর্মীকে অপহরণ করেছে আইসিস জঙ্গিরা৷ ঐ সব ভারতীয় কর্মী তারিক নূর আল-হুদা নির্মাণ সংস্থায় কর্মরত ছিলেন৷ অপহরণ করে তাঁদের রাখা হয় মসুল শহরে, যেটা এখন সুন্নিদের কবজায়৷ অপহৃত নির্মাণকর্মীদের বেশির ভাগই পাঞ্জাবের৷ তাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন৷ মোদী সরকার অপহৃতদের এবং আটকা পড়া অন্য সব ভারতীয়দের কীভাবে নিরাপদে ঘরে ফিরিয়ে আনা যায়, তার জন্য ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে, বলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ৷ তাঁর সঙ্গে গত বুধবার অপহৃত ভারতীয়দের নিকট আত্মীয় স্বজনরা দেখা করলে, তিনি আশ্বাস দেন যে, সরকার বসে নেই৷ কীভাবে ফিরিয়ে আনা যায় তার সবথেকে ভালো উপায় নিয়ে চিন্তা-ভাবনা চলেছে৷
বাগদাদে ভারতীয় দূতাবাসও এ বিষয়ে সক্রিয়৷ নিয়মিত সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে তারা৷ মুক্তিপণ দিলে যদি ছেড়ে দেয়, তাহলে পঞ্জাব সরকার সেটা দিতেও রাজি৷ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইসিস জঙ্গিরা মুক্তিপণের দাবি করেছে এমন খবর জানা নেই সরকারের৷ জানা গেছে, গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং৷
এদিকে ইরাক সরকার দিল্লিকে জানিয়েছে যে, অপহৃত ৪০ জন ভারতীয় নির্মাণকর্মীদের রাখা হয়েছে মসুল শহরে৷ এমনিতে তাঁরা নিরাপদেই আছে৷ তবে জঙ্গিদের হাত থেকে তাঁদের উদ্ধার করা সহজ হবে না৷ সঠিক স্থান এই মুহূর্তে বলা যাবে না৷ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবারুদ্দিন৷
ইরাকে আটকা পড়া কেরালার ৪০ জন নার্সকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক রেড ক্রিসেন্টকে অনুরোধ করা হয়েছে তাঁদের সঙ্গে যোগাযোগ করে এবং তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করে দিল্লিকে জানাতে৷ খোলা হয়েছে ২৪ ঘণ্টার ‘হেলপ লাইন'৷ নম্বর: ০১১-২৩০১৮১৫৮ এবং ২৩০১৪১৪৷ ই-মেল: কন্টোলরুম @এমইএ.গভ.ইন৷
ওদিকে প্রায় ১০ হাজার আটকা পড়া ভারতীয়দের কেউ কেউ ইতিমধ্যে ভারতে ফিরে এসে সেখানকার পরিস্থিতির ভয়াবহ বিবরণ দিয়ে বলেছেন, আইসিস জঙ্গিরা কাউকেই রেহাই দিচ্ছে না৷ নির্বিচারে হত্যা করে চলেছে সিয়া-সুন্নি সবাইকে৷ পশুদের চেয়েও এরা হিংস্র৷ উল্লেখ্য, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া বা আইসিস জঙ্গিদের শনাক্ত করা অত্যন্ত জরুরি৷ কিছু সুন্নি মুসলিম আল-কায়েদা থেকে আলাদা হয়ে গড়ে তুলেছে এই আইসিস জঙ্গি সংগঠন৷
সৌদি আরবের কথা অনুযায়ী, ইরাক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলেছে৷ যে কোনো সময়ে অভাবিত কিছু ঘটে যেতে পারে৷ বিশ্ব তেলের বাজারে ইতিমধ্যেই আগুণ লেগেছে৷ প্রমাদ গুণছে মোদী সরকার৷ তার মধ্যে ইরাকের আগ্নেয় পরিস্থিতি থেকে সব ভারতীয়কে নিরাপদে ঘরে ফিরিয়ে আনা হবে মোদী সরকারের আন্তর্জাতিক কূটনীতির এক অগ্নিপরীক্ষা৷