1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাই-টেক নম্বর প্লেট

ক্রিস্টিয়ান উলিশ/এসবি১৩ সেপ্টেম্বর ২০১৪

কবে যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু হিংসা বন্ধ হচ্ছে না ইরাকে৷ বিশেষ করে গাড়ি বোমা হামলার খবর শোনা যায় প্রায়ই৷ এবার অবৈধ গাড়ি শনাক্ত করতে অত্যাধুনিক জার্মান প্রযুক্তির নম্বর প্লেট বসানো হচ্ছে৷

https://p.dw.com/p/1DAZb
17.07.2014 DW Wirtschaft Kompakt Utsch

মার্কুস ম্যুলার চাপের মধ্যে আছেন৷ তিনি ‘উচ' কোম্পানির মধ্যপ্রাচ্যের দায়িত্বপ্রাপ্ত সেলস ম্যানেজার৷ কয়েক দিনের মধ্যেই নম্বর প্লেট তৈরির সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই যন্ত্র ইরাকে পাঠাতে হবে৷ এখনো তার সফটওয়ার চূড়ান্ত হয়নি৷ ঘণ্টায় ৭৫০টি নম্বর প্লেট তৈরি করবে এই যন্ত্র৷

ইরাকে প্রায়ই অবৈধ গাড়ি কাজে লাগিয়ে গাড়ি বোমা হামলা চালানো হয়৷ তাই গাড়ির বৈধতা প্রমাণ করতে সিকিউরিটি ফিচার্স অত্যন্ত জরুরি৷ ম্যুলার বলেন, ‘‘ইরাকে গাড়ির নম্বর প্লেটের জন্য নিরাপত্তা সংক্রান্ত একাধিক বৈশিষ্ট্যের সমন্বয় করা হয়েছে৷ যেমন অত্যন্ত নিরাপদ এক হলোগ্রাম৷ অক্ষর ও সংখ্যার উপরেও হলোগ্রাফিক ইনস্ক্রিপশন রয়েছে৷ তাছাড়া প্রতিটি প্লেটের উপর লেজার দিয়ে আলাদা ক্রমিক সংখ্যা বসানো হয়েছে৷ মাঝখানে একটি ত্রিমাত্রিক ওয়াটার মার্ক-ও শোভা পাচ্ছে৷''

এই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে জার্মানির উচ কোম্পানি গাড়ির নম্বর প্লেটের ক্ষেত্রে গোটা বিশ্বে সেরা অবস্থান বজায় রেখেছে৷ বছরে তাদের ব্যবসার অঙ্ক প্রায় ২৫ কোটি ইউরো৷ বাগদাদে যে যন্ত্র পাঠানো হচ্ছে, তার দাম প্রায় ৯ লাখ ইউরো৷ সঙ্গে যন্ত্রাংশ ও ২ বছরের গ্যারেন্টিও রয়েছে৷ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে স্থানীয় এক কোম্পানি৷ মার্কুস ম্যুলার প্রায় প্রতিদিনই টেলিফোনে বাগদাদে অগ্রগতির খোঁজ নেন৷

নিরাপত্তা পরিস্থিতিই একমাত্র সমস্যা নয়৷ তার উপর রয়েছে ইরাকের জটিল আমলাতন্ত্র৷ প্রথম বড় অর্ডারের প্রস্তুতির ফাইলপত্র একটা গোটা আলমারি ভরিয়ে ফেলেছে৷ কয়েক বছর ধরে এই প্রক্রিয়া চলছে৷ কোম্পানির সিনিয়র পার্টনার মানফ্রেড উচ সেই ১৯৬৯ সালেই ইরাকে গিয়ে প্রাথমিক যোগাযোগ গড়ে তুলেছিলেন৷ তিনি বলেন, ‘‘ইরাকে ব্যবসা করা সে সময়েও বেশ কঠিন ছিলো৷ পুলিশ, সেনাবাহিনী, সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে হতো৷''

কিন্তু তিনি জানেন, ইরাকে একবার কিছু শুরু হলে সেটা চলতেই থাকে৷ উচ বলেন, ‘‘তাঁরা একবার কোনো প্রতিশ্রুতি দিলে, তাঁরা সেটা পালন করেন৷ আমি কখনো দেখিনি যে, একজন ইরাকি অথবা একজন আরব কথার খেলাপ করেছে৷ সেই সঙ্গে তাঁরা বেশ অমায়িক ও সহযোগিতার মনোভাব দেখান৷''

ইরাকের পরিস্থিতি আবার স্থিতিশীল হয়ে উঠবে – এ বিষয়ে উচ কোম্পানি বেশ আশাবাদী৷ বিশেষ নিরাপদ নাম্বার প্লেট সরবরাহ করে এই কোম্পানিও ইরাকের নিরাপত্তার ক্ষেত্রে অবদান রাখছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য