ইভ টিজিংকে ‘যৌন সন্ত্রাস’ হিসেবে দেখার দাবি
২৯ অক্টোবর ২০১০দু'দিনের উড়াল বাতিল
‘বিমানের ফ্লাইট চলবে না দু'দিন' - জানাচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ বৈমানিকদের ধর্মঘটের কারণে শুক্র ও শনিবার হজ উড়াল ছাড়া অন্যসব উড়াল বাতিল করেছে বাংলাদেশ বিমান৷ এই দু'দিনে দেশি-বিদেশি ২০টি উড়াল চলার কথা ছিল৷ একই বিষয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘হজ ফ্লাইট ছাড়া বিমানের সব সিডিউল বাতিল'৷ বৈমানিকদের এই ধর্মঘটের পেছনে গভীর ষড়যন্ত্রের খবর দিচ্ছে যুগান্তর৷ তাছাড়া, যেসব কারণে ধর্মঘট, তার কয়েকটির সঙ্গে বৈমানিকদের সরাসরি কোন সম্পর্ক নেই বলেও মত দৈনিকটির৷ একই বিষয়ে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘আল্টিমেটামে পাইলটরা ক্ষুব্ধ'৷
ইভ টিজিং বন্ধে উদ্যোগ
দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, ‘চাই সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ'৷ ইভ টিজিংকে হালকাভাবে না দেখে ‘ভয়ংকর যৌন হয়রানি', ‘যৌন সন্ত্রাস' কিংবা ‘জনসমক্ষে অপরাধ' হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা৷ একইসঙ্গে এই সামাজিক ব্যাধি প্রতিরোধে জোটবদ্ধ আন্দোলন ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার তাগাদা দিয়েছেন তাঁরা৷ এছাড়া দৈনিক প্রথম আলো জানাচ্ছে, ‘মিজানুর রহমান হত্যার অন্যতম আসামি রাজন গ্রেপ্তার'৷ দৈনিক সমকালের শিরোনাম, ‘বখাটে রনি গ্রেপ্তার হয়নি, চাঁপার বাড়িতে শোকের ছায়া'৷
গুলি, হত্যা
দৈনিক ইত্তেফাকের মূল শিরোনাম, ‘আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ গুলি, নিহত ১'৷ নরসংদীর রায়পুরায় বিএনপি সমর্থকদের গুলিতে প্রাণ হারিয়েছে এক আওয়ামী লীগ সমর্থক৷ তবে, অন্যান্য গণমাধ্যমে এই খবরটি সেভাবে চোখে পড়েনি৷ এছাড়া দৈনিক সমকালের শিরোনাম, ‘ব়্যাবের গুলিতে মারা গেছে রূপগঞ্জের তিন যুবক?' এই শিরোনামটির সঙ্গে প্রশ্ন রাখা হয়েছে৷ রূপগঞ্জের ঘটনায় নিখোঁজ তিন যুবকের মধ্যে দু'জন ব়্যাবের গুলিতে প্রাণ হারায় বলে দাবি এক প্রতক্ষ্যদর্শী কিশোরের৷ এছাড়া অপর যুবকও গুলিতে নিহত হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার৷ তবে ব়্যাব এমন অভিযোগ শোনেনি বলে জানিয়েছে৷
ঘরবন্দি ক্রিকেট
‘সাকিবদের ঘরে আটকে রাখতে চাইছে আইসিসি' - জানাচ্ছে দৈনিক সমকাল৷ ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড মিলে ঠিক করেছে, বাংলাদেশ ক্রিকেট দলকে আমন্ত্রণ জানাবে না তারা৷ তাই ২০১২ থেকে ২০২০ সালের এফটিপিতে বাংলাদেশের কোন ভারত সফর নেই৷ বিষয়টি আইসিসিও অনুমোদন দেবে বলে ধারণা করা হচ্ছে৷
গ্রন্থনা: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই