ইন্দোনেশিয়ায় সমকামীদের ক্লাবে অভিযান
২২ মে ২০১৭রবিবার রাতে গ্রেপ্তারকৃতদের কয়েকজন সমকামী পতিতাবৃত্তির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছে পুলিশ৷ স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে ক্লাবটির মালিকসহ দশ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে৷ বাকি ১৩১ জনকে সম্ভাব্য সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র আর্গো ইউভোনো৷
গোপনে এক তদন্ত পরিচালনার পর আটলান্টিস সাওনা অ্যান্ড জিম কমপ্লেক্সে রবিবার রাতে অভিযান পরিচালনা করে পুলিশ৷ সেই সময় ক্লাবটিতে ‘ওয়াইল্ড ওয়ান’ নামের এক ইভেন্ট পরিচালনার প্রস্তুতি চলছিল৷ সেখানে স্ট্রিপটিজের মতো বিষয়াদিও ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ৷
মানবাধিকার কর্মীরা অবশ্য ক্লাবটিতে পুলিশের অভিযানের নিন্দা জানিয়েছেন৷ তাঙ্গেল পায়েসট্রি এই বিষয়ে বলেন, ‘‘অভিযানের যেসব ছবি প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে পুলিশ বিষয়টি তত্ত্বাবধানের ক্ষেত্রে কোনো সতর্কতাই অবলম্বন করেনি৷ আমি পুলিশের অভিযানের তীব্র নিন্দা জানাই৷ এটা ন্যয়সঙ্গত হয়নি, বরং এটি সমকামীদের বিরুদ্ধে বিদ্বেষ উসকে দিচ্ছে৷’’
প্রসঙ্গত, গ্রেপ্তারকৃতদের শুধুমাত্র যৌনসঙ্গমের দায়ে শাস্তি দেয়া জাকার্তার কর্মকর্তাদের পক্ষে সম্ভব নয়৷ ফলে তাদের সে দেশের কঠোর পর্নোগ্রাফিবিরোধী আইনের আওতায় শাস্তি দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে৷ সেক্ষেত্রে একেকজনের পনের বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷ পর্নোগ্রাফিবিরোধী আইনে কেউ শুধুমাত্র পর্ন ডাউনলোড করলেও চার বছর পর্যন্ত কারাদণ্ড বা দেড় লাখ মার্কিন ডলার অবধি অর্থদণ্ডের সুযোগ রয়েছে৷
এআই/এসিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ)
প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...