ইনজুরি টাইমের গোলে শেষ রক্ষা ইংল্যান্ডের
১৮ জুন ২০১৮শিরোপার দাবিদার ব্রাজিল, আর্জেন্টিনা এবং বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির যে নাকানিচুবানি অবস্থা হয়েছে নিজেদের প্রথম ম্যাচে, তাতে ইংল্যান্ডের ভয়ই পাওয়ার কথা৷ আর্জেন্টিনা এবং ব্রাজিল ড্র করে মান বাঁচালেও, জার্মানি তো হেরেই বসলো মেক্সিকোর কাছে৷
শুরু থেকে অবশ্য মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছিল ইংল্যান্ডই৷ প্রথম কয়েক মিনিটেই দারুণ কয়েকটি আক্রমণ থেকে গোল আসতে পারতো৷ তবে টিউনিশিয়ার গোলরক্ষক মুয়েজ হাসেন সাধারণ দক্ষতায় সামলে রাখেন গোলপোস্ট৷
তবে ১৫ মিনিটের মাথায়ই কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হওয়ার আগে একটা গোল হজম করতেই হয় মুয়েজকে৷ ১১ মিনিটে কর্নার থেকে আসা বলে জন স্টোনসের হেডও ফিরিয়েছিলেন দারুণভাবেই৷ কিন্তু ফিরতি শটে বল জালে জড়াতে কোনো কষ্টই হয়নি হ্যারি কেইনের৷
১৫ মিনিটে মুয়েজের পরিবর্তে গোলপোস্টে দাঁড়ান ফারুক বিন মোস্তাফা৷ ৩৫ মিনিটে ডিবক্সে কাইল ওয়াকারের ফাউলে পেনাল্টি পায় তিউনিশয়া৷ সুবর্ণ সুযোগ কাজে লাগাতে একটুও ভুল করেননি ফখরুদ্দিন বিন ইউসেফ৷
এরপর বাকি সময়টা ইংল্যান্ড দল ও সমর্থকদের কেটেছে দুঃস্বপ্নের মতো৷ তীব্র আক্রমণও বারবার রুখে দিয়েছে উজ্জ্বীবিত টিউনিশিয়া।
তবে শেষ পর্যন্ত যোগ করা সময়ে হাঁফ ছেড়ে বাঁচা৷ এবারও নায়ক হ্যারি কেইন৷ টিউনিশিয়ার রক্ষণভাগের ভুলে বল পেয়ে যান পায়ে৷ একা গোলরক্ষককে সামনে পেয়ে জালে জড়ান ইংল্যান্ডের স্বপ্ন৷
এদিকে, ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করেছে বেলজিয়াম৷ পানামার বিপক্ষে ম্যাচ জিতে নিয়েছে ৩-০ গোলে৷
শুরুটা অবশ্য বেশ খারাপই ছিলো৷ প্রথমার্ধ ছিল গোলশূন্য৷ তবে বিরতি থেকে ফিরেই ৪৭ মিনিটের মাথায় দ্রিস মের্তেন্স যেই না একটা গোল দিলেন, অমনি পুরো পালটে গেল বেলজিয়াম৷ একের পর এক আক্রমণে বিপর্যস্ত পানামাকে বাকি সময়ে হজম করতে হয় আরো দুই গোল৷
দিনের প্রথম ম্যাচ ১-০ গোলে জিতে নিয়েছে সুইডেন৷ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে এ জয়ে ভাগ্যের সহায়তা অনেকটাই৷
শুরু থেকে দু’দলই বেশ গতিশীল ফুটবল খেলছিল৷ আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচ৷ ব্যাপক উত্তেজনা থাকলেও প্রথমার্ধে লক্ষ্যভেদ করতে পারেনি কোন দলই৷
দ্বিতীয়ার্ধেও একই গতি ধরে রাখে দুই দল৷ তবে ৬১ মিনিটে বল নিয়ে বিপজ্জনকভাবে ডি-বক্সে ঢুকে পড়েন সুইডেনের ভিক্টর ক্লায়েসন৷ কিম-মিন উর ট্যাকলে মাটিতে পড়ে যান তিনি৷
সুইডেনের খেলোয়াড়েরা ক্রমাগত রেফারির কাছে আবেদন করলেও, চলতে থাকে খেলা৷ তবে এক পর্যায়ে খেলা থামিয়ে বিশ্বকাপে নতুন চালু করা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিবা ভিএআর প্রযুক্তির সহায়তা নেয়ার সিদ্ধান্ত নেন তিনি৷
রিপ্লে দেখে ফাউল হয়েছে সিদ্ধান্ত জানালে পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন আন্দ্রেস গ্রাঙ্কভিস্ট৷ খেলার বাকি সময়ে বারবার আক্রমণে গেলেও গোল শোধ করতে পারেননি দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা৷