1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইতিহাস গড়ল যে আলিঙ্গন

আরাফাতুল ইসলাম (এএফপি, ডিপিএ)৮ নভেম্বর ২০১২

মার্কিন বা পশ্চিমা সমাজের পারিবারিক বন্ধন কতটা দৃঢ়? উত্তরে অনেকে বলবেন, মুক্ত সমাজ, সেখানে বন্ধন-টন্ধনের তেমন কোন গুরুত্ব নেই৷ কিন্তু না, বাস্তবে বিষয়টি ঠিক তেমন নয়৷

https://p.dw.com/p/16fKh
বুধবার সকালে জয়ের খবর শোনার পর স্ত্রী মিশেল ওবামাকে জড়িয়ে ধরেন সন্তুষ্ট ওবামা, একেবারে নিখাদ ভালোবাসার আলিঙ্গন৷
ছবি: Gabriel Bouys/AFP/Getty Images

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথাই ধরুন৷ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট তিনি৷ ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ৷ এই প্রেসিডেন্টের একটি দিক মানুষের নজর কেড়েছে বেশি৷ আর তা হচ্ছে পারিবারিক বন্ধন৷ স্ত্রী আর দুই সন্তান নিয়ে হাসিখুশি ওবামার ছবি প্রায়ই প্রকাশ হয় গণমাধ্যমে৷ নিজের পারিবারিক জীবন নিয়ে রাখঢাকও নেই বেশি তাঁর৷ দ্বিতীয়বার জয়ের পেছনে এই পারিবারিক বন্ধন কি অবদান রাখেনি?

এই প্রশ্নের উত্তরে কিছু পরিসংখ্যান হাজির করা যাক৷ বুধবার সকালে জয়ের খবর শোনার পর স্ত্রী মিশেল ওবামাকে জড়িয়ে ধরেন সন্তুষ্ট ওবামা, একেবারে নিখাদ ভালোবাসার আলিঙ্গন৷ এই আলিঙ্গনের ছবিটি ফেসবুক, টুইটারে প্রকাশ করে ওবামার নির্বাচনী শিবির৷ মুহূর্তেই ইন্টারনেট বিশ্বে সবচেয়ে আলোচিত ছবি হয়ে ওঠে এটি৷ বৃহস্পতিবার দুপুর অবধি ফেসবুকে ছবিটি পছন্দ করেছেন চল্লিশ লাখ মানুষ৷ ওবামার আনুষ্ঠানিক পাতা থেকে এটি শেয়ার হয়েছে ছয় লাখ বার৷ আর তাতে মন্তব্য দু'লাখ৷

Familie Obama im Wahlkampf 2012
স্ত্রী আর দুই সন্তান নিয়ে হাসিখুশি ওবামার এরকম ছবি প্রায়ই প্রকাশ হয় গণমাধ্যমেছবি: picture-alliance/dpa

ফেসবুক কর্তৃপক্ষ ইতিমধ্যে স্বীকার করেছে, আজ পর্যন্ত তাদের ওয়েবসাইটে সবচেয়ে বেশি যে ছবিটি ব্যবহারকারীরা পছন্দ করেছে, সেটি হচ্ছে স্ত্রীকে আলিঙ্গনরত ওবামার এই ছবিটি৷ বুধবারই এই তথ্য নিশ্চিত করে ফেসবুক৷

ফেসবুকের কথা যখন আসলো, তখন টুইটারের হিসাবই বা বাদ যাবে কেন? বারাক ওবামার টুইটার অ্যাকাউন্ট মানে যেটা পরিচালনা করেন তাঁর নির্বাচনী প্রচারাভিযান দল, সেই দল প্রেসিডেন্টের ছবিটি শেয়ার করেছে টুইটারে৷ বৃহস্পতিবার অবধি এই ছবিটি রিটুইট হয়েছে প্রায় আট লাখবার৷ শুধু তাই নয়, প্রায় তিন লাখ মানুষ এই ছবিটিকে টুইটারে তাদের পছন্দের তালিকায় রেখেছে৷

এককথায়, ফেসবুক এবং টুইটারে নতুন রেকর্ড গড়েছে বারাক এবং মিশেল ওবামার আলিঙ্গনের ছবিটি৷ এর আগে কোন ছবিই এতটা আলোড়ন তোলেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে৷

ফিরে যাই শুরুর প্রশ্নে, পশ্চিমা সমাজের পারিবারিক বন্ধন কতটা দৃঢ়? আসলে, মুক্ত সমাজ ব্যবস্থায় এই বন্ধনের গভীরতা হয়ত তেমন একটা বোঝা যায়না৷ কিন্তু মানুষের অবচেতন মন কি এই বন্ধনের প্রতি গভীরভাবে আকর্ষিত নয়? অবশ্যই, আর সেজন্যই বারাক এবং মিশেলের আলিঙ্গনের ছবি ভেঙে দিচ্ছে সব রেকর্ড

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য