ইটালির জি৭ শীর্ষবৈঠকে গুরুত্ব পাবে ইউক্রেন, গাজা, অভিবাসন
ইটালির পুলিয়াতে শুরু হচ্ছে জি৭ দেশগুলির শীর্ষ বৈঠক। আলোচনায় প্রাধান্য পাবে ইউক্রেন, গাজা, অভিবাসন।
শীর্যবৈঠক হবে এই রিসর্টে
দক্ষিণ ইটালির পুলিয়ার বোরগো এগনাজিয়া রিসর্টে হবে এই শীর্ষবৈঠক। জি৭ দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালি, ফ্রান্স, জার্মানি, জাপান ও ক্যানাডার রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন। এছাড়াও বিশেষ আমন্ত্রিত হিসাবে থাকবেন পোপ এবং ভারত, ইউক্রেন, তুরস্ক, সাউথ আফ্রিকার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট।
আলোচনার বিষয়
এবার জি৭ বৈঠকে আলোচনার প্রধান বিষয় হলো ইউক্রেন, গাজা ও অভিবাসন। কর্মসূচিতে ইউক্রেনের বিষয়টি একেবারে উপরের দিকে আছে। জেলেনস্কিও বৈঠকে যোগ দিচ্ছেন। পশ্চিমা দেশগুলির কাছে তিনি আরো সাহায্য চাইতে পারেন। রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের ফ্রিজ করে রাখা ৩২৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদের সুদ থেকে কিয়েভকে সাহায্য করার বিষয়টি নিয়েও সিদ্ধান্ত হতে পারে।
ইটালির প্রধানমন্ত্রীর বক্তব্য
ইটালির প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, ''আমরা জি৭ শীর্ষবৈঠকের আয়োজন করতে পেরে গর্বিত। আর ইউরোপের মধ্যে আমাদের সরকারই এখন সবচেয়ে শক্তিশালী।'' সদ্যসমাপ্ত ইইউ নির্বাচনে মেলোনির দল খুব ভালো ফল করেছে। মাক্রোঁ, শলৎসের দল করেনি। যুক্তরাজ্যে সমীক্ষা বলছে, প্রধানমন্ত্রী সুনাকও আসন্ন নির্বাচনে হারতে পারেন। এই শীর্ষবৈঠককে সামনে রেখে তার সাফল্যের বিষয়টিও তুলে ধরতে চান মেলোনি।
বাইডেন পৌঁছে গেছেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইটালিতে পৌঁছে গেছেন। বাইডেনকেও এবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে হবে। বাইডেন বিশেষভাবে আগ্রহী গাজায় যুদ্ধবিরতি নিয়ে। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব জাতিসংঘ অনুমোদন করেছে। জি৭ সদস্য দেশগুলিও চাইবে, যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিক ইসরায়েল ও হামাস।
জেলেনস্কি বিশেষ আমন্ত্রিত
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বিশেষ আমন্ত্রিত হিসাবে বৈঠকে থাকবেন। জেলেনস্কি ইউক্রেনের জন্য আরো দূরপাল্লার অস্ত্র, গোলাবারুদ ও এয়ার ডিফেন্স সিস্টেম চান। ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ দেয়া ও রাশিয়ার ব্যাংকের বাজেয়াপ্ত অর্থের সুদ থেকে তা পরিশোধ করার বিষয়টি নিয়ে আলোচনা হবে।
শলৎস যা চান
ইউক্রেনে সামরিক প্রশিক্ষক ও পরিকল্পনাকারদের পাঠানোর বিষয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের কোনো আপত্তি নেই। কিন্তু জার্মানির চ্যান্সেলর শলৎস এর তীব্র বিরোধী। যুক্তরাষ্ট্র ও ইটালিও এই প্রস্তাবের বিরোধী। শলৎস চান, যুদ্ধের পর কীভাবে ইউক্রেনকে গড়ে তোলা হবে, সেই বিষয়ে নিজেদের রায় দিক জি৭ দেশগুলি।
মোদী যোগ দিচ্ছেন
তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরই ইটালিতে জি৭ শীর্ষবৈঠকে যোগ দেবেন নরেন্দ্র মোদী। ভারতকে বৈঠকে বিশেষ আমন্ত্রিত হিসাবে ডাকা হয়েছে। মোদী ২৪ ঘণ্টার সফরে ইটালি যাচ্ছেন। জি৭ সম্মেলনের পর শীর্ষনেতারা সুইজারল্যান্ডে ইউক্রেন শান্তি সম্মেলনে যোগ দেবেন। সেখানে মোদী থাকছেন না। তবে আগামী মাসে এসসিও সম্মেলনে যোগ দিতে তার কাজাখস্তান যাওয়ার কথা আছে।
নিরাপত্তা ব্যবস্থা
দক্ষিণ ইটালির উপকূলবর্তী পুলিয়া পর্যটকদের পছন্দের জায়গা। সেখানে এই জি৭ বৈঠক নিয়ে সাজ সাজ রব। বিশেষ করে এতজন ভিভিআইপি-র নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। নিরাপত্তা বাহিনী বারবার করে ঘুরে দেখছে, সবকিছু ঠিক আছে কিনা।