ইউরো ২০২৪ এর যত স্টেডিয়াম
১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত ইউরো ২০২৪ এর আয়োজক জার্মানি৷ ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, ফাইনাল ম্যাচ হবে বার্লিনে৷
বার্লিন
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামটা অনেকটা জার্মান ওয়েম্বলির মতো৷ মূলত ১৯৩৬ সালের অলিম্পিক গেমসের জন্য এটি নির্মাণ করা হয়েছিল৷ ১৯৬৩ সাল থেকে হের্থা বার্লিন ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড এই স্টেডিয়াম৷ ১৯৮৫ সালের পর থেকে জার্মান কাপ, ডিএফবি পোকালের ফাইনাল আয়োজন হয়েছে স্টেডিয়ামটিতে৷ ২০০৬ বিশ্বকাপ ফাইনাল এবং ২০১৫ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেরও ভেন্যু ছিল এটি৷ ১৪ জুলাই ইউরো ২০২৪ এর ফাইনাল অনুষ্ঠিত হবে এখানে৷
মিউনিখ
স্টেডিয়ামটি দেখে শুরুতে অ্যালিয়েনদের নিয়ে আসা ইউএফও বলে মনে হতে পারে৷ কিন্তু এটি আসলে ২০০৫ সাল থেকে জার্মান ফুটবল জায়ান্ট বায়ার্ন মিউনিখের হোম গ্রাউন্ড৷ বায়ার্ন যখন এখানে খেলে তখন এর বাইরের দেয়াল লাল রঙে জ্বলে ওঠে৷ জার্মান জাতীয় দলের খেলার সময় দেয়াল সেজে ওঠে পতাকার রঙে৷ ২০০৬ বিশ্বকাপকে সামনে রেখে এটি নির্মিত হয়েছিল৷ ১৪ জুন ইউরো ২০২৪ এর উদ্বোধনী ম্যাচ এবং একটি সেমিফাইনাল হবে এই মাঠে৷
ডর্টমুন্ড
বরুশিয়া ডর্টমুন্ডের স্টেডিয়ামটি অনেক ভক্তের কাছে এখনও ওয়েস্টফালেনস্টাডিয়ন নামে পরিচিত৷ জার্মানির সবচেয়ে বড় ফুটবল মাঠ এটি, যার মোট ধারণক্ষমতা ৮১ হাজার ৩৬০ জন৷ তবে ইউরোর জন্য এটি কমিয়ে ৬২ হাজার করা হবে৷ ২০০৬ বিশ্বকাপে জার্মানি এই স্টেডিয়ামেই সেমিফাইনালে ইটালির কাছে পরাজিত হয়েছিল৷ ২০২৪ সালের অন্য সেমিফাইনালটি এখানে হবে৷
লাইপজিশ
লাইপজিশ শহরেই ১৯০০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন- ডিএফবি৷ ১৯০৩ সালে প্রথম জার্মান ক্লাব চ্যাম্পিয়ন ভিএফবি লাইপজিশ এর হোম গ্রাউন্ড এটি৷ ঐতিহাসিক সেনট্রালস্টাডিয়নের ভেতরে ২০০৬ বিশ্বকাপের আগে নতুন মাঠ তৈরি করা হয়েছিল৷ ২০১০ সালে এর নাম পরিবর্তন করা হয় এবং আর বি লাইপজিশ এর হোমগ্রাউন্ডে পরিণত হয় এটি৷ এখানে গ্রুপ পর্বের তিনটি খেলা এবং শেষ ১৬ এর একটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে৷
কোলন
পুরানো মুঙ্গার্সডর্ফার স্টাডিয়নের জায়গাতেই ২০০৬ বিশ্বকাপের জন্য নতুন স্টেডিয়ামটি নির্মিত হয়েছিল৷ চতুর্ভুজ এই স্টেডিয়ামটি এফসি কোলোন ক্লাবের হোমগ্রাউন্ড এবং ইউরো কাপের জন্য এর ধারণক্ষমতা ৪৩ হাজার৷ এখানে ইউরো ২০২৪ এর গ্রুপ পর্বের চারটি ম্যাচ এবং রাউন্ড অফ সিক্সটিনের একটি খেলা অনুষ্ঠিত হবে৷
গেলসেনকিরশেন
ফুটবল ক্লাব শাল্কে এর হোম স্টেডিয়ামটি গেলসেনকিরশেনের উত্তরে একটি পাহাড়ের উপরে অবস্থিত৷ ইউরোর জন্য ৫০ হাজার দর্শকের ব্যবস্থা করতে পারবে স্টেডিয়ামটি৷ ২০০৬ বিশ্বকাপের ভেন্যুও ছিল এটি৷ এখানেও গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং শেষ ১৬ এর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে৷
হামবুর্গ
জার্মানির অন্য অনেক মাঠের মতো সাম্প্রতিক বছরগুলোতে এই মাঠও স্পনসরদের নামেই পরিচিত হতো৷ কিন্তু এখন স্টেডিয়ামটি তার আসল শিরোনামে ফিরে পেয়েছে৷ ফোক্সপার্কস্টাডিয়ন বা জনতার পার্ক স্টেডিয়াম নামে এখন পরিচিত হচ্ছে এটি৷ ২০০০ সাল থেকে চালু হওয়া স্টেডিয়ামটিতে ইউরোর জন্য ধারণক্ষমতা হতে পারে ৪৯ হাজার৷ এখানে একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের পাশাপাশি গ্রুপ পর্যায়ের কয়েকটি ম্যাচও অনুষ্ঠিত হবে৷
ফ্রাঙ্কফুর্ট
গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচের পাশাপাশি শেষ ১৬ এর একটি খেলাও আয়োজন করবে ফ্রাঙ্কফুর্ট৷ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে এর ধারণক্ষমতা হবে ৪৭ হাজার৷ মাইন নদীর তীরে জার্মানির অর্থনৈতিক রাজধানী হিসাবে পরিচিত শহরটিতেই জার্মান ফুটবল ফেডারেশনের সদরদপ্তর অবস্থিত৷
ড্যুসেলডর্ফ
২০০৬ সালে বিশ্বকাপের ভেন্যু ঘোষণার সময় ড্যুসেলডর্ফই সম্ভবত সবচেয়ে বড় ধাক্কা খেয়েছিল৷ নতুন সংস্কার করা স্টেডিয়াম থাকা সত্ত্বেও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী কোলোন ভেন্যু হিসাবে স্থান পেয়েছিল৷ ইউরো ২০২৪ এর একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে৷
স্টুটগার্ট
স্টুটগার্টের ফুটবলপ্রেমীরা এখন বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন৷ শহরের ক্লাব ভিএফবি স্টুটগার্ট জার্মানির জাতীয় ফুটবল লিগ বুন্ডেসলিগায় দ্বিতীয় স্থান অর্জন করেছে৷ শহরটির আংশিক সংস্কার করা স্টেডিয়ামটিতে ইউরো ২০২৪ এর প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি এখানে অনুষ্ঠিত হবে৷ এর ধারণক্ষমতা ৫১ হাজার৷