1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ফুটবল দেখতে ঝগড়ায় আহত তিন, গ্রেপ্তার এক

২৭ জুন ২০২৪

বুধবার রাতে ইউরো ফুটবল টুর্নামেন্টে তুরস্ক বনাম চেক প্রজাতন্ত্রের ম্যাচ চলার সময় জার্মানির স্টুটগার্টে দর্শকদের মধ্যে ঝগড়ায় তিনজন আহত হন৷ এই ঘটনায় ২৫ বছর বয়সি একজনকে আটক করা হয়েছে৷

https://p.dw.com/p/4hZDs
জার্মানির কয়েকজন পুলিশ সদস্য (ফাইল ফটো)
তুরস্ক-চেক প্রজাতন্ত্র ম্যাচের উত্তেজনা দর্শকদের মাঝেও ছড়িয়ে পড়েছবি: Marijan Murat/dpa/picture alliance

হামবুর্গে অনুষ্ঠিত ম্যাচটি স্টুটগার্টের শ্লসপ্লাৎস এলাকায় বড় পর্দায় দেখানো হচ্ছিল৷ সেখানে একসঙ্গে ৩০ হাজার দর্শক সেখানে খেলা দেখতে পারেন৷

পুলিশ বলছে, বিবাদের সময় চাকু ব্যবহার করা হয়েছে৷

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে তাদের আঘাত মারাত্মক নয় বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন৷

চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে শেষ ১৬তে জায়গা করে নিয়েছে তুরস্ক৷ সেখানে তারা অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে৷

তুরস্কের হয়ে গোল দুটি করেন হাকান চালহানলু (৫১ মিনিটে) ও জেঙ্ক টসুন (৯৪ মিনিটে)৷ আর চেক প্রজাতন্ত্রের গোলটি করেন টোমাস সৌচেক (৬৬ মিনিটে)৷

খেলার ২০ মিনিটের সময় চেক প্রজাতন্ত্রের বারাককে লাল কার্ড দেখানো হয়৷ ইউরোর ইতিহাসে এটিই সবচেয়ে আগে দেখানো লাল কার্ড৷

জেডএইচ/কেএম (ডিপিএ, এএফপি)