1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপ থেকে আরো সহায়তা পাচ্ছে ইউক্রেন

১৪ মার্চ ২০২৪

ইউক্রেনের জন্য সামরিক সহায়তার পথ আরো সুগম করতে ইইউ বিশেষ তহবিলে বাড়তি অর্থ জমা করছে৷ ফলে যুদ্ধক্ষেত্রে সে দেশের অস্ত্র ও গোলাবারুদের ঘাটতি কিছুটা পূরণ হবে বলে আশা করা হচ্ছে৷

https://p.dw.com/p/4dV7h
ইউক্রেনকে ব্রিটেনের দেয়া আর্টিলারি গান
বেশ কিছুদিন ধরেই অস্ত্র ও গোলাবারুদের সংকটের কথা বলে আসছিল ইউক্রেনছবি: Ben Birchall/empics/picture alliance

মার্কিন প্রশসান ইউক্রেনের জন্য অবশেষে ৩০ কোটি ডলার অংকের সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার ঠিক পরেই ইউরোপীয় ইউনিয়নও নতুন সহায়তার সিদ্ধান্ত নিয়েছে৷ ২০২২ সালে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর ইইউ ইউক্রেনের জন্য অস্ত্র কেনার লক্ষ্য যে বিশেষ তহবিল গঠন করেছিল, এবার তার জন্য আরো ৫০০ কোটি ইউরো ধার্য করলো সদস্য দেশগুলি৷ ফলে যুদ্ধক্ষেত্রে কোণঠাসা ইউক্রেনের সেনাবাহিনী কিছু অস্ত্র ও গোলাবারুদ হাতে পাবে বলে আশা করা হচ্ছে৷

রাষ্ট্রজোট হিসেবে ইইউ সরাসরি প্রতিরক্ষা খাতে ব্যয় করতে পারে না৷ কিন্তু দুই বছর আগে ইউরোপে  রাশিয়ার আগ্রাসনের মুখে নিজস্ব বাজেটের বাইরে নীতিগতভাবে ‘ইউরোপিয়ান পিস ফেসিলিটি' বা ইপিএফ নামের এক তহবিল কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল ইইউ৷ ইউক্রেন যুদ্ধের আগে আফ্রিকার কিছু দেশের জন্য সেই তহবিল থেকে সহায়তা করা হয়েছিল৷ যুদ্ধের শুরু থেকে এই তহবিলের মাধ্যমে ‘পরোক্ষভাবে' ইউক্রেনের জন্য প্রায় ৬১০ কোটি ইউরো অংকের সামরিক সহায়তা পাঠানো হয়েছে৷ সদস্য দেশগুলি ইউক্রেনকে যে অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে, সেই ব্যয়ের কিছু অংশ ইপিএফ তহবিল থেকে ফেরত দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইইউ দেশগুলি ইউক্রেনকে প্রায় ২,৮০০ কোটি ইউরো অংকের সামরিক সহায়তা দিয়েছে৷

ইউরোপীয় ইউনিয়নের অনেক বিষয়ের মতো ইপিএফ তহবিল নিয়েও সদস্য দেশগুলির মধ্যে ঐকমত্যের অভাব দেখা দিয়েছিল৷ বিশেষ করে ফ্রান্স ও জার্মানির সংঘাতের কারণে বেশ কিছুকাল সেই তহবিল কার্যত অকেজো হয়ে ছিল৷ রাশিয়ার ঘনিষ্ঠ দেশ হিসেবে হাঙ্গেরিও নানা বাধা সৃষ্টি করছিল৷ সে দেশ ইউক্রেনকে আদৌ কোনো সামরিক সহায়তা পাঠাতে রাজি নয়৷ জার্মানি ইউক্রেনের জন্য দ্বিপাক্ষিক সামরিক সাহায্যের স্বীকৃতির দাবি করলেও ফ্রান্স শুধু ইউরোপে তৈরি অস্ত্রের জন্য সেই তহবিল ব্যবহারের উপর চাপ দিচ্ছিলো৷ অবশেষে দুই দেশই আপোশ মীমাংসা মেনে নেওয়ায় তহবিলের অংক বাড়ানো সম্ভব হয়েছে৷

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিহাল ইউরোপ বাড়তি অর্থ ধার্য করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন৷ তিনি ইইউ-র পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বরেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ তবে তহবিলে বাড়তি অর্থ সত্ত্বেও ইউক্রেন কার্যক্ষেত্রে ইউরোপ থেকে কত দ্রুত অস্ত্র ও গোলাবারুদ হাতে পাবে, সে বিষয়ে সংশয় থেকে যাচ্ছে৷ এক বছর আগে ইইউ চলতি মাসের মধ্যে দশ লাখ গোলাবারুদের প্রতিশ্রুতি দিলেও উৎপাদনের ক্ষেত্রে ঘাটতির কারণে তা পালন করা সম্ভব হয় নি৷ চেক প্রজাতন্ত্রের নেতৃত্বে ১৮টি দেশ ইইউ-র বাইরে থেকে গোলাবারুদ কেনার যে উদ্যোগ নিয়েছে, তার আওতায় তিন লাখ কামানের গোলা কেনা হচ্ছে৷ কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেন সেগুলি হাতে পাবে বলে চেক প্রশাসন আশা করছে৷ আগামী সপ্তাহে ইইউ শীর্ষ নেতারা ইউরোপের নিজস্ব প্রতিরক্ষা শিল্পক্ষেত্রকে চাঙ্গা করা ও ইউক্রেনের জন্য আরো সহায়তার বিষয়ে ব্রাসেলসে আলোচনা করবেন৷

এসবি/কেএম (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য