1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে শিশুদের মানসিক সমস্যা বাড়ছে

২০ মে ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-র এক প্রতিবেদন অনুযায়ী ইউরোপীয় দেশগুলোর শিশুদের বড় একটা অংশের মানসিক স্বাস্থ্য ক্রমশ খারাপ হচ্ছে৷

https://p.dw.com/p/3cW3c
ছবি: picture alliance/dpa/H. Hanschke

মঙ্গলবার প্রকাশ করা হেলথ বিহেভিয়ার ইন স্কুল-এজড চিল্ড্রেন (এইচবিএসসি) শিরোনামের প্রতিবেদনটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০১৪ সাল থেকে ২০১৮ সালের মধ্যে ইউরোপের স্কুলপড়ুয়া বা স্কুলে পড়ার বয়সিদের প্রতি চারজনে একজন মানসিক স্বাস্থ্য সমস্যায় পড়েছে৷ ১১, ১৩ এবং ১৫ বছর বয়সি ২২ হাজার শিশুর সম্পর্কে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করা হয়৷

গবেষকরা বলছেন, লিঙ্গ এবং অর্থনৈতিক অবস্থা ভেদে মানসিক স্বাস্থ্যের তারতম্য লক্ষ্য করা গেছে৷ দেখা গেছে, ছেলেদের তুলনায় মেয়েদের মানসিক স্বাস্থ্য ওই চার বছরে বেশি খারাপের দিকে গেছে৷ ৪১ ভাগ ছাত্র দাবি করেছে তারা মানসিকভাবে ভালো আছে৷ মেয়েদের মধ্যে একই কথা বলতে পাড়ার হার ৩৩ ভাগ৷

কারণ স্কুলে লেখাপড়ার চাপ

করোনা সংকট শুরুর অনেক আগে শুরু হয়েছিল এই প্রতিবেদন তৈরির কাজ৷ তখন সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল৷ শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়ার চাপও ছিল বেশি৷ অন্তত ২২ হাজার শিশুর অনেকেই এমন দাবি করেছে তখন৷

এসিবি/ কেএম (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য