1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুব বেকারত্ব কমাবে নেসলে

২৮ জুন ২০১৩

বিশ্বের বৃহত্তম খাদ্য সংস্থা নেসলে-র ইউরোপে কর্মীসংখ্যা লাখ খানেক৷ কিটক্যাট চকোলেট বার কি নেসপ্রেসো কফির মতো পণ্যের প্রস্তুতকারক এবার ইউরোপে যুব বেকারত্বের বিরুদ্ধে শুধু প্রতীকী নয়, বাস্তবিক পদক্ষেপ নিতে চলেছে৷

https://p.dw.com/p/18xhZ
ARCHIV - Junge Demonstranten, die zur Bewegung "15-M" gehören, sitzen auf einem Platz in Madrid, Spanien, am 14.05.2012. Europa steckt noch tief in der Krise, auch wenn mancherorts Entwarnung gegeben wird. Die Länder im Süden wollen Hilfe im Kampf gegen Rezession und Arbeitslosigkeit. Foto: Javier Lizon/dpa (zu dpa-KORR «Europas Süden pocht beim EU-Gipfel auf Hilfe» vom 25.06.2013) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

ইউরোপে নেসলে-র ব্যবসার পরিমাণটা বোঝাতে গেলে এটুকু বলা যথেষ্ট যে, নেসলে গ্রুপের প্রায় ১০০ বিলিয়ন ডলার পরিমাণ বিক্রির এক-তৃতীয়াংশই এই ইউরোপে৷ অপরদিকে তারা গত বছরে ইউরোপে হাজার তিনেক নতুন চাকরি সৃষ্টি করেছে, দু'হাজার ট্রেনিশিপ আর অ্যাপ্রেন্টিসশিপ দিয়েছে৷

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নেতৃবর্গ ব্রাসেলসে সম্মিলিত হয়েছিলেন যুব বেকারত্বের মোকাবিলা করার পন্থা নিয়ে আলোচনা করার জন্য৷ সেই উপলক্ষ্যে নেসলে-র ইউরোপীয় প্রধান লোরঁ ফ্রেশ ইইউ-এর কর্মসংস্থান কমিশনার লাসলো আন্ডর-কে তাঁর পরিকল্পনা পেশ করেন৷

ইউরোপের যুবসমাজের জন্য কাজ চাই

সুইজারল্যান্ডের ভেভে-তে নেসলের মুখ্য কার্যালয়তে ফ্রেশ সাংবাদিকদের বলেন, ‘‘সরকারেরা একা এই সমস্যার সমাধান করতে পারবেন না৷ যখন ইউরোপের বাসিন্দাদের বয়স বাড়ছে, ইউরোপ ঋণগ্রস্ত, তখন ইউরোপের যুবসমাজের জন্য কাজ চাই৷''

The Nestle logo is photographied on a podium during a press conference of the food and drinks giant Nestle in Vevey, Switzerland, 22 October 2009. Nestle, the wold?s biggest food and drink company reported its nine-month sales slipped 2.3 percent to 79.5 billion francs (52.6 billion euros, 78.9 billion dollars), hurt by a strong Swiss franc. EPA/LAURENT GILLIERON +++(c) dpa - Report+++
নেসলেছবি: picture-alliance/dpa

বয়স ত্রিশের কম, এমন দশ হাজার যুবক-যুবতীকে ২০১৬ সালের মধ্যে চাকরি দেবার পরিকল্পনা করছে নেসলে৷ এছাড়া আরো দশ হাজার ট্রেনি আর অ্যাপ্রেন্টিস নেওয়া হবে৷ নেসলে তার তেষট্টি হাজার সাপ্লায়ারের উপরেও এই পন্থা অনুসরণ করার জন্য চাপ দেবে – ফ্রেশ-এর ভাষায় ‘‘প্রেরণা যোগাবে'', বলে নেসলে প্রধান আশা প্রকাশ করেন৷ ‘‘ইউরোপে বিনিয়োগ করে, ইউরোপে সম্প্রসারণ করে আমরা আমাদের ব্যবসার জন্যই ভালো একটা কিছু করছি৷ সেটা আবার সমাজের পক্ষেও মঙ্গলজনক হবে৷''

ফ্রেশ অবশ্য যোগ করেছেন, নেসলের কর্মীসংখ্যা পুরো দশ হাজার বাড়বে না, কেননা কিছু তরুণ কর্মীকে যে সব প্রবীণ কর্মী অবসরগ্রহণ করছেন, তাদের বিকল্প হিসেবে নেওয়া হবে৷ অন্যদের নেওয়া হবে জার্মানি, স্পেন, ফ্রান্স ও ব্রিটেনে নেসলে-র নতুন কারখানাগুলিতে, যে সব কারখানা নির্মাণের ঘোষণা আগেই দেওয়া হয়েছে৷

ফ্রেশ আরো একটি অভিনব কথা বলেছেন: দক্ষিণ ইউরোপের সংকটপীড়িত দেশগুলির তরুণ-তরুণীদের উত্তর ইউরোপের সুস্থ অর্থনীতিগুলিতে কাজের প্রস্তাব দেওয়া হবে৷ তবে নেসলে অপেক্ষাকৃত প্রবীণ, অভিজ্ঞ কর্মীদেরও নিতে থাকবে, বলে জানিয়েছেন ফ্রেশ৷

সকলেই দুশ্চিন্তায়

এক হিসেবে নেসলে-র এই যুব বেকারত্ব হ্রাস পরিকল্পনাকে আত্মবিজ্ঞাপন বলে বাতিল করা যায়৷ অপরদিকে এই পরিকল্পনার মূল কথাটি হলো, যারা তরুণ, যাদের বয়স কম, তাদের একটা সুযোগ দেওয়া৷ এবং সে কাজ নেসলে-র মতো সংস্থারাই সর্বাগ্রে করতে পারে৷ ইউরোপের অর্থনৈতিক সংকট সম্পর্কে ফ্রেশ যা বলেছেন, তা-তে তো আপত্তি করার মতো কিছু নেই:

‘‘সবারই কোনো আত্মীয় কিংবা বন্ধু আছে, যে এই সংকটের মুখে পড়েছে৷ গোটা সমাজকে প্রভাবিত করেছে এই সংকট৷ সকলেই দুশ্চিন্তায়৷ বিশ্বের সবচেয়ে হতাশ, আশাহীন দেশগুলির প্রথম দশটির মধ্যে ন'টিই যে ইউরোপে, তা-তে আশ্চর্য হওয়ার কিছু নেই৷''

এসি/ডিজি (রয়টার্স)