ইউরোজোনের জন্য নতুন প্যাকেজের সম্ভাবনা
১৯ নভেম্বর ২০১৪এ অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে সরকারি বন্ড কেনার কথা বলছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট মারিও দ্রাগি৷ সোমবার ইউরোপীয় সংসদের সদস্যদের মুখোমুখি হয়ে এ পরিকল্পনার কথা জানান তিনি৷
তবে ইসিবির সম্ভাব্য এই পদক্ষেপ ইউরোজোনের অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে৷ কেননা একই পদক্ষেপ গ্রহণ করেও জাপানের কেন্দ্রীয় ব্যাংক মন্দা এড়াতে পারেনি৷ সোমবারই দেশটি মন্দায় আক্রান্ত হওয়ার খবর দেয়৷
ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি অবশ্য ইসিবির এমন সিদ্ধান্তের পক্ষে নয়৷ তারা মনে করে এর ফলে বাড়িত অর্থ অমিতব্যয়ী দেশগুলোর কাছে চলে যেতে পারে৷ তবে যু্ক্তরাষ্ট্র ও ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক তাদের অর্থনীতি চাঙা রাখতে বন্ড কেনার মতো পদক্ষেপে জড়িত আছে৷
এদিকে, চলমান ইউক্রেন সংকটের কারণে নেয়া কিছু পদক্ষেপের প্রত্যক্ষ প্রভাব পড়তে শুরু করেছে৷ সংকট সমাধানে ইউরোপ ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে৷ জার্মানিতে এর ফলে বিভিন্ন কাজের অর্ডারের পরিমাণ কমতে শুরু করেছে বলে জানা গেছে৷
জেডএইচ/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)