ইউরোপে বাড়ছে বর্ণবাদ এবং বিদেশি-বিদ্বেষ
ইউরোপের বিভিন্ন দেশে গত কয়েক বছরে বর্ণবাদী ও বিদেশিদের প্রতি বিদ্বেষমূলক আচরণের সংখ্যা বাড়ছে৷ ইউরোপের কিছু দেশের এমন ঘটনার তুলনমুলক সংখ্যা থাকল ছবিঘরে৷
বর্ণবাদ ও বিদেশি-বিদ্বেষ
কোনো ব্যক্তির জাতি, বর্ণ, গায়ের রং, ভাষা, জাতীয়তা ইত্যাদির কারণে আক্রমণের শিকার হওয়াকে বর্ণবাদ এবং বিদেশিদের প্রতি বিদ্বেষ বলে চিহ্নিত করেছে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ- ওএসসিই৷
ওএসসিই
ওএসসিই বা অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ হলো ইউরোপের একটি বেসরকারি সংস্থা৷ সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের ঘটা বিদ্ধেষমুলক আচরণ বা হেইট ক্রাইমের তথ্য প্রকাশ করে থাকে৷ বর্তমানে মোট ৫৭টি দেশ সংস্থাটির সদস্য৷ সদস্য রাষ্ট্রসমূহে সব ধরনের হেইট ক্রাইম লিপিবদ্ধ করে সংস্থাটি৷
অস্ট্রিয়া
ইউরোপের এই দেশটিতে বর্ণবাদ ও বিদেশিদের প্রতি বিদ্বেষমূলক ঘটনার সংখ্যা বাড়ছে ৷ ২০১৭ সালে এধরনের মোট ২২৭টি ঘটনা চিহ্নিত করা হয়৷ পাঁচ বছর পর ২০২১ সালে এমন ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়ায় দুই হাজার ৪২০টি৷
বেলজিয়াম
ইউরোপের আরেক দেশ বেলজিয়ামেও পরিস্থিতি একই রকম৷ দেশটিতে ২০১৭ সালে মোট ছয়শটি এমন বিদ্বেষমূলক ঘটনা চিহ্নিত করা হয়৷ আর ২০২১ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় এক হাজার ৫৫তে৷
ফ্রান্স
দেশটিতে ২০১৭ সালে ৮৮২টি বর্ণবাদী ও বিদেশিদের প্রতি বিদ্বেষমূলক ঘটনা ঘটেছে বলে জানায় ওএসসিই৷ আর ২০২১ সালে এই সংখ্যা দুই হাজার ৫৬৷
জার্মানি
ইউরোপের আরেক বড় দেশ জার্মানিতে ২০১৭ সালে এমন মোট ঘটনা ঘটেছে এক হাজার ৮৬০টি৷ ২০২১ সালে এমন ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়ায় নয় হাজার ২৩৬৷ প্রতিষ্ঠানটি বলছে, তথ্য সংগ্রহের পদ্ধতির পরিবর্তনের কারণে এই সংখ্যা বেড়ে থাকতে পারে বলা ধারণা করা হচ্ছে৷
ইটালি
ইউরোপের সাগরতীরের এই দেশটিতে ২০১৭ সালে মোট ৮২৮টি ঘটনা চিহ্নিত করা হয়৷ আর ২০১৭ সালে এই ঘটনা দাঁড়ায় এক হাজার ১৬০৷
নেদারল্যান্ডস
নেদারল্যান্ডসে ২০১৭ সালে বর্ণবাদী ও বিদেশিদের প্রতি বিদ্বেষের মোট ৩২৭টি লিপিবদ্ধ করে ওএসসিই৷ চার বছর পর ২০২১ সালে এই সংখ্যা দাঁড়ায় ৮৫০৷
গ্রিস
ইউরোপের আরেক দেশ গ্রিসে ২০১৭ সালে মোট ১২৮টি বর্ণবাদ ও বিদেশিদের প্রতি বিদ্বেষমূলক ঘটনার কথা জানায় ওএসসিই৷ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত চার বছরে এমন বিদ্বেষমূলক আচরণ কমেছে৷ ২০২১ সালে দেশটিতে বর্ণবাদী ও বিদেশিদের প্রতি বিদ্বেষমূলক ৬৭টি ঘটনা রেকর্ড করেছে প্রতিষ্ঠানটি৷
স্পেন
২০১৭ সালে এই দেশটিতে মোট ৫২৪টি বর্ণবাদ ও বিদেশিদের প্রতি বিদ্বেষমূলক ঘটনা লিপিবদ্ধ করা হয়৷ ২০২১ সালে ঘটনার সংখ্যা দাঁড়ায় ৬২৯টিতে৷
আরআর/কেএম (অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ)