ইউরোপের তরুণদের বিনোদন
ইউরোপে তরুণদের বিনোদনের বেশ কিছু ধরণ রয়েছে৷ বিভিন্ন দেশে ঘুরতে যাওয়া থেকে শুরু করে রয়েছে সাইকেল কিংবা নৌকা চালানোর মতো বিনোদন৷ছবিঘরে থাকছে ইউরোপের তরুণদের বিভিন্ন ধরণের বিনোদনের চিত্র...
ভ্রমণ
ইউরোপের তরুণদের বিনোদনের অন্যতম একটি উপায় হচ্ছে ভ্রমণ৷ সময় ও সুযোগ বুঝে, এ ভ্রমণ নিজ দেশ কিংবা বিদেশ – যে কোনো জায়গাতেই করে থাকেন তাঁরা৷ ভ্রমণের মধ্যে থাকে উল্লেখযোগ্য স্থাপনা দর্শন কিংবা সাগর পাড়ে ঘুরতে যাওয়া৷
সাঁতার কাটা
তরুণদের একটি বড় অংশ সাগরতীরে সাঁতার কাটতে পছন্দ করেন৷ রয়েছে বেসরকারি সুইমিংপুলও৷ গ্রীষ্মকালেই এ বিনোদনটি উপভোগ করে থাকেন তাঁরা৷
সাইক্লিং
তরুণদের বিনোদের অন্যতম একটি মাধ্যম হচ্ছে সাইক্লিং৷ সাধারণত সপ্তাহান্তে দলবেধে তাঁরা সাইক্লিং করে থাকে৷ পাশাপাশি বিনোদনের জন্য এক শহর থেকে সাইকেল চালিয়ে আরেক শহরে যাওয়ার প্রবণতাও আছে তাঁদের মধ্যে৷
বিনোদনমূলক থিম পার্ক
ইউরোপের দেশগুলোর বড় শহরগুলোতে রয়েছে থিম পার্ক৷ পার্কগুলোতে লেজার শো, সিনেমা, রোঁস্তোরা, ছোট্ট চিড়িয়াখানা, পুতুল খেলাসহ নানা ধরণের বিনোদন ব্যবস্থা থাকে৷ তরুণদের অনেকেই ছুটির দিনগুলোতে বন্ধুবান্ধব বা পরিবারসহ থিম পার্কগুলোতে বেড়াতে যান৷
সপ্তাহান্তে আড্ডা
কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনোদনের আরেকটি মাধ্যম হলো সপ্তাহান্তে আবাসিক হলগুলোতে আড্ডা জমানো৷ আড্ডাগুলোতে বারবিকিউ পার্টি থেকে শুরু করে নানা ধরণের বিনোদনের ব্যবস্থা তাঁরা নিজেরাই করে থাকেন৷
সামাজিক কর্মকাণ্ড
বিনোদনের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডও করে থাকেন তরুণরা৷ ইউরোপের দেশগুলোতে বিশেষ করে জার্মান তরুণদের মাঝে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যায়৷ এর মধ্যে রয়েছে শরণার্থীদের জন্য শিক্ষা কার্যক্রম, পরিবেশ আন্দোলন, বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে দেশ বিদেশি সংস্কৃতি চর্চা ইত্যাদি৷
শরীরচর্চা
অবসর সময়ের বিনোদন হিসেবে শরীরচর্চাকেও বেছে নেন অনেক তরুণ৷ ইউরোপের অনেক বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীদের জন্য রয়েছে শরীরচর্চা কেন্দ্র, যেখানে বিশ্ববিদ্যালয় থেকে নিয়োজিত ট্রেইনাররা থাকেন৷ তরুণদের অনেকেই এ শরীরচর্চা কেন্দ্রগুলো নিজেদের অবসর সময়টুকু কাটাতে পছন্দ করেন৷
ঘোড়ায় চড়া
ইউরোপের তরুণদের বিনোদনের আরো একটি মাধ্যম হলো ঘোড়ায় চড়া৷ ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ নিতে রয়েছে বিভিন্ন স্কুলও৷
নৌকা চালানো
ইউরোপের নদীগুলো বেশ পরিপাটি করেই সাজানো থাকে৷ তরুণদের একটি বড় অংশ এ নদীগুলোতে নৌকা চালাতে বেশ পছন্দ করেণ৷ নৌকা চালানোয় প্রশিক্ষণ দিতে রয়েছে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রও৷
সিনেমায় যাওয়া
সিনেমায় যাওয়া ইউরোপের তরুণদের বিনোদনের আরেকটি মাধ্যম৷ ইউরোপের শহরগুলোর সিনেমা হলগুলোতে নিজস্ব সিনেমা চালানোর পাশাপাশি থাকে হলিউডে মুক্তি পাওয়া নতুন ছবিও৷ আর তাই তরুণদের অনেকেই ভিড় করেন সিনেমা হলে৷