ইউক্রেনের উপর চাপ বাড়াতে বেলারুশে পুটিন
১৯ ডিসেম্বর ২০২২দীর্ঘ প্রায় দশ মাস ধরে ইউক্রেনের উপর হামলা চালিয়ে গেলেও তেমন সুবিধা করে উঠতে পারছে না রাশিয়া৷ আরও জমি জবরদখল করতে ব্যর্থ হয়ে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে সে দেশ৷ এবার বেলারুশের সহায়তায় ইউক্রেনের বিরুদ্ধে আরও বড় আকারের সামরিক অভিযানের আশঙ্কা দেখা দিয়েছে৷ সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বেলারুশ সফরে গিয়ে এমন উদ্যোগ চূড়ান্ত করতে পারেন বলে ইউক্রেন মনে করছে৷ বেলারুশে মোতায়েন রুশ সৈন্যরা মহড়ার প্রস্তুতি নেওয়ায় এমন আশঙ্কা বাড়ছে৷ উল্লেখ্য, রাশিয়াকে সাহায্য করলেও বেলারুশ এখনো সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ে নি৷
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি রোববার বলেন, রাশিয়া ও বেলারুশ সীমান্তে সুরক্ষা নিশ্চিত করা সরকারের লাগাতার অগ্রাধিকারের মধ্যে পড়ে৷ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি চলছে বলে তিনি আশ্বাস দেন৷ জেলেনস্কির মতে, লুকাশেঙ্কাকে যাই করতে রাজি করা হোক না কেন, সেটা ইউক্রেন ও ইউক্রেনীয়দের বিরুদ্ধে যুদ্ধের মতোই ন্যাক্কারজনক হবে৷ রাশিয়ার তীব্র আক্রমণ সত্ত্বেও বাখমুত শহরের উপর ইউক্রেনীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে বলে তিনি দাবি করেন৷
এদিকে, সোমবার ভোরেই ইউক্রেনের রাজধানী কিয়েভ ও সংলগ্ন এলাকার উপর আবার রাশিয়া হামলা চালিয়েছে৷ সামরিক প্রশাসনের সূত্র অনুযায়ী নয়টি ইরানে তৈরি ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে৷ তবে সতর্কবাণীর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ বিস্ফোরণের শব্দ শোনা গেলেও শহরে নতুন ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায় নি৷ শহরের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, পরে বিস্তারিত জানানো হবে৷
রাশিয়ার হামলার মোকাবিলা করতে প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে আরও অস্ত্র ও সামরিক সরঞ্জামের ডাক দেন৷ তিনি বলেন, শুক্রবার রাশিয়ার ব্যাপক হামলায় বৈদ্যুৎ পরিষেবা ক্ষতিগ্রস্ত হলেও মাত্র ২৪ ঘণ্টায় আরও ৩০ লাখ মানুষের জন্য সেই পরিষেবা আবার চালু করা সম্ভব হয়েছে৷ এর আগের দিন ৬০ লাখ মানুষও আবার সেই পরিষেবা পেয়েছেন৷ বেশিরভাগ শহরে পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক করে তোলা হচ্ছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন৷
ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের আশঙ্কা, রাশিয়া শীতকালে ইউক্রেনের উপর আরও বড় আকারে হামলার প্রস্তুতি নিচ্ছে৷ এমনকি রাজধানী কিয়েভ দখল করাও তাদের লক্ষ্যের মধ্যে পড়ে৷ পুটিন রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে ইউক্রেনে হামলার ভবিষ্যৎ সম্পর্কে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রস্তাব চেয়েছেন৷ রাশিয়ার টেলিভিশনে এমন উদ্যোগ তুলে ধরা হয়েছে৷
এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)