1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনীয় শরণার্থীর সুবিধা কমাতে চায় মধ্য-ডানপন্থিরা

২৫ জুন ২০২৪

জার্মানির মধ্য-ডানপন্থি দলগুলো প্রস্তাব করেছে, ইউক্রেনীয় শরণার্থীদের চাকরি ও সামাজিক সুবিধাগুলো কমিয়ে আনা হোক৷

https://p.dw.com/p/4hTUj
বার্লিন সেন্ট্রাল স্টেশনে ইউক্রেনীয় শরণার্থী
বাভারিয়ান দল সিএসইউর সংসদ নেতা আলেক্সান্ডার ডরব্রিন্ডট প্রস্তাব দিয়েছেন, শরণার্থীরা হয় এখানে কাজ খুঁজে নিক অথবা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ‘নিরাপদ অঞ্চলে' ফিরে যাকছবি: Carsten Koall/dpa/picture alliance

বিরোধী পক্ষের দুই দল ক্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ) ও ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) এমন দাবি তুলেছে৷ বাভারিয়ান দল সিএসইউর সংসদ নেতা আলেক্সান্ডার ডরব্রিন্ডট প্রস্তাব দিয়েছেন, শরণার্থীরা হয় এখানে কাজ খুঁজে নিক অথবা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ‘নিরাপদ অঞ্চলে' ফিরে যাক৷

জার্মান পররাষ্ট্র দপ্তর অবশ্য বলেছে, ইউক্রেনের কোনো অঞ্চলই এখন নিরাপদ নয়৷

সিডিইউ-সিএসইউর প্রস্তাবে সমর্থন আছে, ক্ষমতাসীন জোট সরকারের ব্যবসাবান্ধব দল ফ্রি ড্রেমোক্র্যাটিক পার্টি বা এফডিপির৷ দলটির সাধারণ সম্পাদক বিজান জির-জারাই বলেছেন, শরণার্থীদের নাগরিকদের আয় থেকে যে অর্থ সাহায্য দেয়া হয়, তা তুলে নেয়া উচিত৷ এতে তারা কাজ খুঁজতে আগ্রহী হবেন৷

তবে সমালোচকরা বলছেন, এগুলো পপুলিজম বা জনপ্রিয় ধারার কথাবার্তা৷ এতে আদৌ অর্থনীতির কোনো ফায়দা হবে না৷

ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর জার্মানিতে ১৩ লাখের মতো দেশটির নাগরিক আশ্রয় নিয়েছেন, যাদের একটা বড় অংশ নারী ও শিশু৷ বর্তমান পলিসি অনুযায়ী তারা সামাজিক সুরক্ষা ও কাজের অনুমতি পান যাতে তারা সমাজে অন্তর্ভুক্ত হবে পারেন৷ তবে এদের মাত্র ১৮ ভাগ কাজ করছেন, যা ইউক্রেনীয়দের আশ্রয় দেয়া ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের চেয়ে কম৷

জার্মানিতে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে এবং এতে তাদের বিদেশি কর্মীর ওপর নির্ভরতা বাড়ছে৷ জার্মানির অর্থনীতিতে কেমন করে শরণার্থীদের কাজে লাগানো যায়, সেই নীতি বারবার আলোচনায় উঠে আসছে৷

বেন নাইট/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান