এইডস, এইচআইভি, ইউক্রেইন, AIDS, Ukraine, HIV, Sex, Drug
১১ জুলাই ২০১০আন্তর্জাতিক এইচআইভি/এইডস অ্যালায়েন্সের ইউক্রেইন শাখার মুখপাত্র টেটিয়ানা ডেসকো বিষয়টি পরিষ্কার করে তুলে ধরেন৷ তিনি বলেন, পরিস্থিতি এরকম যে, একজন মাদকাসক্ত ব্যক্তি একজন নারীর সাথে যৌন কাজে মিলিত হচ্ছে৷ অথচ দু'জনের কেউই হয়তো জানেন না যে, তারা কেউ এইচআইভি পজিটিভ৷ ফলে অন্যজনও সংক্রমিত হচ্ছে যৌনসঙ্গীর কাছ থেকে৷ যেমনটি ঘটেছে আন্দ্রির ক্ষেত্রেও, বলেন ডেসকো৷ এমনকি আন্দ্রি খুব খোলামেলাভাবেই বলেন, ‘‘প্রথম কনডমটি ছিঁড়ে যাওয়ায়, আরেকটি কনডমও ব্যবহার করেছিল তারা৷ কিন্তু হয়তো তাতে কোন কাজ হয়নি৷ হয়নি শেষ রক্ষা৷''
বহুব্যক্তির সাথে দৈহিক মিলনের ফলেই ইউক্রেইনে মানুষ আক্রান্ত হচ্ছে এইচআইভি/এইডসে৷ তরুণ পিতা আন্দ্রিও একইভাবে এইচআইভি ভাইরাসে সংক্রমিত৷ দেশটির বিজ্ঞানীরাও তাই এখন লক্ষ্য করছেন যে, আন্তঃশিরা মাদক গ্রহণের চেয়ে দৈহিক মিলনের মাধ্যমেই বেশি ছড়িয়ে পড়ছে এই মারাত্মক ভাইরাস৷ ইউরোপের যেসব দেশে এইডসের সংক্রমণ সবচেয়ে বেশি তার মধ্যে ইউক্রেইন একটি৷ সেখানে প্রাপ্তবয়স্ক মানুষদের ১.১১ শতাংশই এইচআইভি ভাইরাসে আক্রান্ত৷ ২০০৯ সালের পরিসংখ্যান এটি৷ সরকারি হিসাবে, ঐ বছর একাধিক ব্যক্তির সাথে যৌনকর্মের ফলে এইচআইভি আক্রান্ত হয়েছে ৪৩ শতাংশ৷ অন্যদিকে ইঞ্জেকশনের মাধ্যমে মাদক সেবনে এই রোগে আক্রান্ত হয়েছে ৩৫ শতাংশ৷
আর সরকারি হিসাব অনুযায়ী, গত জানুয়ারি মাস পর্যন্ত সেখানে এইচআইভি আক্রান্তের সংখ্যা এক লাখ এক হাজার৷ তবে বেসরকারি হিসাবে এই সংখ্যা তিন লাখ ষাট হাজার৷ ১৯৮৭ সাল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময়ে এইডসে মারা গেছে ১৯ হাজার মানুষ৷ এর আগে বিগত কয়েক বছর ধরেই সেখানে ইঞ্জেকশনের মাধ্যমে মাদক সেবনের কারণেই এই ভাইরাস ছড়িয়েছে বেশি৷ কিন্তু এই ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে৷ এখন অধিকহারে এইচআইভি ছড়াচ্ছে যৌন কাজের মাধ্যমে৷ তাই বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, এখন আর সেখানে এইচআইভি সংক্রমণ উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মধ্যেই সীমিত নেই৷ বরং এটি এখন সাধারণ মানুষের মধ্যেও সহজে ছড়িয়ে পড়ছে৷
ইউক্রেইনের জাতীয় এইচআইভি ক্লিনিকের কর্মকর্তা স্ভিতলানা আন্তোনিয়াক বলেন, সাধারণ মানুষের মাঝে এই ভাইরাস ছড়িয়ে পড়ার লক্ষণ ইতিমধ্যে দেখা যাচ্ছে৷ এছাড়া বেশ কিছু অঞ্চলে গর্ভবতী মেয়েদের মাঝে এইচআইভি'তে আক্রান্ত হওয়ার হার বেশি৷ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হচ্ছে, দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরই বয়স ২৫ থেকে ৪৯ বছর৷ আর তাদের প্রত্যেকেরই একাধিক শয্যাসঙ্গী রয়েছে৷ আর তারা দৈহিক মিলনের সময় কনডম ব্যবহার করে না৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সাগর সরওয়ার