1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থী চুক্তি বাতিলের হুমকি

১৬ মার্চ ২০১৭

জার্মানি ও নেদারল্যান্ডসের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটায় বুধবার এই হুমকি দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভল্যুট চাভুশোলু৷ চুক্তির এক বছর পূর্তির কয়েকদিন আগে এই হুমকি দিল তুরস্ক৷

https://p.dw.com/p/2ZGlq
ইউরোপে উদ্বাস্তু সংকট
ছবি: picture-alliance/dpa/K. Nietfeld

গত বছরের মার্চ মাসের ২০ তারিখ থেকে কার্যকর হওয়া চুক্তির আওতায় গ্রিসে থাকা অবৈধ শরণার্থীদের তুরস্কে ফিরিয়ে দেয়ার বিনিময়ে তুরস্ক থেকে সিরীয় শরণার্থীদের ইইউতে প্রবেশ করতে দেয়ার কথা৷ ‘‘কিন্তু এই মুহূর্তে এটি কার্যকর অবস্থায় নেই এবং এই চুক্তি পর্যালোচনা করে দেখা হচ্ছে', বলে জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চাভুশোলু৷ বুধবার তুরস্কের টিভি চ্যানেল ‘২৪'-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চুক্তি অনুযায়ী ইইউ তুর্কি নাগরিকদের জন্য ভিসামুক্তভাবে ইউরোপে প্রবেশের ব্যবস্থা না করায় আলোচিত চুক্তিটি বাতিলও করা হতে পারে৷

উল্লেখ্য, এপ্রিলে তুরস্কে অনুষ্ঠেয় গণভোটের জন্য সেই দেশের মন্ত্রীসহ রাজনৈতিক নেতাদের জার্মানি ও নেদারল্যান্ডসে প্রচারণা চালানোর অনুমতি না দেয়ায় তুরস্কের সঙ্গে ঐ দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে৷ ঐ গণভোটের মাধ্যমে তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানের ক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে৷ জার্মানি ও নেদারল্যান্ডসে বসবাসরত লক্ষ লক্ষ তুর্কি ভোটারের মাঝে প্রচারণা চালাতে আগ্রহী এর্দোয়ান সরকার৷

সবশেষ নেদারল্যান্ডসের রটারডামে জনসভা করতে না দেয়ায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে তুরস্কে প্রবেশে বাধা দেয়া হয়েছে৷

এদিকে, জার্মানি ও নেদারল্যান্ডসের পদক্ষেপের সমালোচনা করা এর্দোয়ান বলেছেন, দুই দেশই নাৎসিদের মতো ব্যবহার করছে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান