আসামে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ১২ শিশু সহ নিহত ৫৬
২৪ ডিসেম্বর ২০১৪
আসামের বোড়ো (বানানভেদে বোডো) সম্প্রদায়ের একটি সংগঠন ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ড' (এনডিএফবি) অনেকদিন ধরে পৃথক রাষ্ট্রের দাবিতে আন্দোলন করছে৷ এ লক্ষ্যে তারা মাঝেমধ্যেই বাংলাদেশ থেকে আসামে যাওয়া মুসলিম বসবাসকারী ও ভারতের অধিবাসী, আসামে যাঁরা আদিবাসী নামে পরিচিত, তাঁদের ওপর হামলা চালায়৷ সাম্প্রতিক ঘটনাটি তেমনই একটি হামলা৷
এর আগে চলতি বছরের শুরুর দিকে আসামে এক সংঘাতে ৪৫ জন নিহত হয়েছিলেন৷ প্রায় ১০ হাজার মানুষ ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল সে সময়৷ ২০১২ সালে সাম্প্রদায়িক সংঘাতে প্রায় ১০০ জন নিহত হয়েছিল৷ আর ঘরছাড়া হয়েছিল প্রায় চার লক্ষ মানুষ৷
হামলার প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, হামলাকারীরা গ্রামবাসীদের ঘর থেকে বের করে এনে গুলি করে৷ ৪০ বছরের অনিল মুর্মু বলেন, ‘‘আমার চোখের সামনে স্ত্রী ও দুই সন্তানকে গুলি করে হত্যা করা হয়৷'' খাটের নীচে লুকিয়ে থেকে কোনোরকমে তিনি নিজের জীবন বাঁচিয়েছেন বলে জানান৷
আসামের মুখ্যমন্ত্রী তরুণ গোগৈ এএফপিকে বলেন, ‘‘সাম্প্রতিক সময়ে সংঘটিত অন্যতম বর্বর ঘটনা এটি৷ হামলাকারীরা এমনকি শিশুদেরও ছাড়েনি৷''
রাজ্য পুলিশের মহাপরিদর্শক এসএন সিং হামলায় এখন পর্যন্ত ৫৬ জন নিহত হওয়ার খবর দিয়েছেন৷ আহত হয়েছে ৮০ জন৷ এর মধ্যে ২০ জনের অবস্থা আশংকাজনক৷
হামলায় ১২ জন শিশু নিহত হওয়ার কথা জানিয়ে পুলিশ হামলার জন্য এনডিএফবি-কে দায়ী করেছে৷
এই ঘটনায় আসামের কয়েকটি স্থানে কারফিউ জারি করা হয়েছে৷
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলাকে ‘কাপুরুষের কাজ' বলে আখ্যায়িত করেছেন৷ বিষয়টি নিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানান৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করতে যাবেন বলেও নিজের টুইটারে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী৷
ভারতের মন্ত্রিসভাও এই হামলার ঘটনার নিন্দা জানিয়েছে৷
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসাম হত্যাকাণ্ডকে সন্ত্রাসী ঘটনা হিসেবে উল্লেখ করে হামলাকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন৷
মঙ্গলবারের হামলার প্রতিবাদে আদিবাসীরা বুধবার বিক্ষোভ করলে তাদের উপর পুলিশের হামলায় ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া৷
কেন গ্রামবাসীদের উপর হামলা?
বিষয়টি এখনও পরিষ্কার না হলেও নতুন দিল্লির বিশ্লেষক কে. জি সুরেশ মনে করছেন, বিচ্ছিন্নতাবাদীদের ওপর সরকারের চালানো অভিযানের প্রতিশোধ হিসেবে এই হামলা হয়ে থাকতে পারে৷ ‘‘সরকারের অভিযান নিয়ে এনডিএফবি অসন্তুষ্ট ছিল৷ এক্ষেত্রে গ্রামবাসীদের হামলা করা তাদের জন্য ছিল সহজ৷''
জেডএইচ/ডিজি (এএফপি)