1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার সংকট

১৪ ফেব্রুয়ারি ২০১২

সিরিয়ার মিত্র দেশ রাশিয়া ও চীন আরও কতদিন বাশার আল আসাদের সরকারকে রক্ষা করতে পারবে, তা আর নিশ্চিতভাবে বলা যাচ্ছে না৷ এদিকে সেদেশে সরকার ও বিরোধীদের সংঘর্ষ অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷

https://p.dw.com/p/143Ae
Demonstrators gather during a protest against Syria's President Bashar al-Assad, in the town of Hula near the city of Homs in this handout picture received February 13, 2012. REUTERS/Handout (SYRIA - Tags: CIVIL UNREST POLITICS) FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS
বাশার আল-আসাদ বিরোধী বিক্ষোভের ফাইল ছবিছবি: Reuters/Handout

বিরোধীদের বিরুদ্ধে অভিযান

বিরোধীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি হোমস শহরে মঙ্গলবারও সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৬ জন নিরীহ মানুষ নিহত হয়েছে বলে দাবি করছে বিরোধীরা৷ গত কয়েক দিনের মধ্যে আজই শহরের উপর সবচেয়ে বেশি গোলাবর্ষণ করেছে সেনাবাহিনী৷ লাগাতার অবরোধ ও হামলার ফলে শহরের অবকাঠামোর মারাত্মক ক্ষতি হচ্ছে৷ আটকে পড়া বাসিন্দাদের কাছে খাদ্য, পানীয় সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ শহরের বাবা আম্র এলাকায় প্রায় এক লক্ষ নিরীহ মানুষ কার্যত বন্দি হয়ে রয়েছে বলেও শোনা যাচ্ছে৷ জাতিসংঘের মানবাধিকার কমিশনর নাভি পিল্লাই সোমবারই হোমস সহ সিরিয়ার পরিস্থিতি নিয়ে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেন৷

চাপের মুখে চীন

সিরিয়ার উপর আন্তর্জাতিক চাপের পথে সবচেয়ে বড় বাধা রাশিয়া ও চীন৷ কিন্তু সিরিয়ার প্রশ্নে আরব লিগের ঐক্যবদ্ধ অবস্থান এই দুই দেশকে কিছুটা সমস্যায় ফেলেছে৷ আরব লিগের কিছু সদস্য দেশ এমনকি সরাসরি বিরোধীদের অস্ত্র সরবরাহ করার কথাও ভাবছে৷ সেক্ষেত্রে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী এবং সেই সংঘাত গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না৷ রাশিয়া ও চীন সাধারণত সিরিয়ার মতো দেশের সংকটকে তাদের ‘অভ্যন্তরীণ বিষয়' হিসেবে তুলে ধরে নিষ্ক্রিয় থাকার পক্ষে৷ তবে আরব লিগ জাতিসংঘের সঙ্গে যৌথ উদ্যোগে সিরিয়ায় শান্তি বাহিনী পাঠানোর যে প্রস্তাব দিয়েছে, তার বিরোধিতা করা এই দুই দেশের পক্ষে সহজ হবে না৷ মঙ্গলবার বেইজিং'এ ইইউ-চীন শীর্ষ সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেছেন, তাঁর দেশ বাশার আল আসাদের সরকারকে রক্ষা করতে এগিয়ে আসবে না৷ তিনি সাফ জানিয়ে দেন, চীন কোনো রকম পক্ষপাতিত্বের বিরোধী৷ সিরিয়ায় যুদ্ধ ও অরাজকতা প্রতিরোধ করাই চীনের প্রধান উদ্দেশ্য৷

This image from amateur video made available by Shaam News Network purports to show a Syrian military tank in Daraa, Syria, Monday, Feb. 13, 2012. An activist group says Syrian rebels have repelled a push by government tanks into a key central town held by forces fighting against President Bashar Assad's regime. The Arab League called for the Security Council to create a joint Arab-U.N. peacekeeping force for Syria and urged Arab states to sever all diplomatic contact with Damascus. (Foto:Shaam News Network via APTN/AP/dapd) THE ASSOCIATED PRESS CANNOT INDEPENDENTLY VERIFY THE CONTENT, DATE, LOCATION OR AUTHENTICITY OF THIS MATERIAL. TV OUT
ফাইল ছবিছবি: AP/Shaam News Network

ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগ

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল নীতিগতভাবে সিরিয়ায় জাতিসংঘ ও আরব লিগের যৌথ শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাবের পক্ষে৷ বার্লিনে আরব লিগ'এর প্রধান নাবিল আল আরাবি'র সঙ্গে বৈঠকের আগে তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন সম্ভবত সিরিয়ার উপর আরও কড়া নিষেধাজ্ঞা চাপাতে চলেছে, যদিও তিনি এবিষয়ে বিস্তারিত কিছু জানান নি৷ ফ্রান্সও এই প্রস্তাব লুফে নিয়ে নিরাপত্তা পরিষদে বেশ সক্রিয় হয়ে উঠেছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য