আসাদবিরোধীদের মধ্যে বিরোধ
৩০ মে ২০১৩দেশছাড়া বিরোধী দলগুলোর জোট ন্যাশনাল কোয়ালিশনকে আসাদ বিরোধীদের অনেক দুর্বলতাই তুলে ধরেছে সিরিয়ায় অবস্থানরত বিরোধী দলগুলো৷ এক বিবৃতিতে তারা বলেছে, ন্যাশনাল কংগ্রেসের আইনগত কোনো ভিত্তি নেই৷ জোটে অর্ধেক অন্তত বিদ্রোহীদের রাখতে হবে – এ দাবিও করেছে তারা৷ ন্যাশনাল কংগ্রেসে ঐক্যের অভাব সুস্পষ্ট৷ জেনেভায় যে শান্তি আলোচনা হবার কথা সেখানে অংশ নেয়ার সিদ্ধান্তই নিতে পারছে না জোট৷ আলোচনায় কে বা কারা প্রতিনিধিত্ব করবে তা নিয়েই এখনো সিরিয়ার বিরোধী দলগুলোর সবচেয়ে বড় জোটটি দ্বিধাবিভক্ত৷ দেশের ভেতরের দলগুলো এই দুর্বলতাকেও তুলে ধরেছে৷
ন্যাশনাল কোয়ালিশনের এ দুর্বলতা শান্তি আলোচনাকেও হুমকির মুখে ফেলেছে৷ জোট নেতারা অনেকদিন ধরেই তুরস্কের রাজধানী ইস্তানবুলে রয়েছেন৷ তাঁদের দ্রুত সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতে ইস্তানবুল গিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগলু৷ সিরিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড এবং ফ্রান্সের কূটনীতিকরাও সেখানে গিয়েছেন একই উদ্দেশ্যে৷
এদিকে ন্যাশনাল কোয়ালিশনের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় শান্তি আলোচনা জুনে হওয়ার কথা থাকলেও সম্ভবত হচ্ছেনা৷ বাশার আল-আসাদ আলোচনায় অংশ নিতে সম্মতি দেয়ার পরও তাই তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তা জুলাইয়ের আগে হওয়ার সম্ভাবনা খুব কম৷
এসিবি/ডিজি (রয়টার্স, এএফপি)