1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসাঞ্জকে সমর্থন করলেন মুর এবং স্টোন

২৪ আগস্ট ২০১২

মার্কিন পরিচালক মাইকেল মুর এবং অলিভার স্টোন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের প্রতি তাঁদের সমর্থন জানিয়েছেন৷ নিউ ইয়র্ক টাইমস পত্রিকার সম্পাদকীয় পাতায় একটি কলামে তারা আসাঞ্জের বর্তমান অবস্থা ব্যাখ্যা করেছেন৷

https://p.dw.com/p/15w2M
A pro-Julian Assange placard is seen outside the Embassy of Ecuador, in central London, Saturday August 18, 2012, where Wikileaks founder Julian Assange is claiming asylum in an effort to avoid extradition to Sweden. Authorities in Sweden want to question Assange over allegations made by two women who accuse him of sexual misconduct during a visit to the country in mid-2010, but Assange asserts that the US will try to extradite him from Sweden to answer allegations relating to the WikiLeaks publication of US secrets. (AP Photo / Dominic Lipinski/PA) UNITED KINGDOM OUT - NO SALES - NO ARCHIVES
ছবি: dapd

জুলিয়ান আসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় প্রদান করায় ইকুয়েডরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাইকেল মুর এবং অলিভার স্টোন৷ আন্তর্জাতিক মানবাধিকার নীতি অনুসরণ করেই সেদেশ এই উদ্যোগ নিয়েছে বলে মনে করেন এই দুই গুণী পরিচালক৷ একইসঙ্গে তাঁরা আসাঞ্জ ইস্যুতে সুইডিশ কর্তৃপক্ষের আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷ নিউ ইয়র্ক টাইমসে এই বিষয়ে তাঁরা লিখেছেন, ‘‘সুইডিশ কর্তৃপক্ষ বিভিন্ন সময় অনেককে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করেছে৷ উইকিলিক্স প্রতিষ্ঠাতাও স্বপ্রণোদিত হয়ে লন্ডনে তাঁকে জিজ্ঞাসাবাদের আহ্বান জানিয়েছেন৷ তাছাড়া ইকুয়েডর সরকারও লন্ডনে অবস্থিত সেদেশের দূতাবাসে আসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে সুইডেনকে প্রস্তাব দিয়েছে৷ সুইডেন উভয় প্রস্তাবই প্রত্যাখ্যান করেছে৷''

বলাবাহুল্য, যৌন নির্যাতনের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আসাঞ্জকে সুইডেনে ফেরত পাঠাতে চায় যুক্তরাজ্য৷ কিন্তু আসাঞ্জের আশঙ্কা সুইডেন তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে৷ যারা তখন তাঁকে উইকিলিক্স'এর মাধ্যমে গোপন নথি প্রকাশের দায়ে বিচারের মুখোমুখি করবে৷

Michael Moore stattet dem Kapitol in Washington einen Besuch ab. © 2009 Concorde Filmverleih GmbH ****ACHTUNG! VERWENDUNG NUR IN ZUSAMMENHANG MIT BERICHTERSTATTUNG ÜBER DEN FILM!!***
মার্কিন পরিচালক মাইকেল মুরছবি: 2009 Concorde Filmverleih GmbH

আসাঞ্জের এই আশঙ্কাকে অমূলক মনে করছেন না মুর এবং স্টোন৷ তাঁরা লিখেছেন, ‘‘এধরনের পরিণতির আশঙ্কা প্রকাশের সব কারণই আসাঞ্জের কাছে রয়েছে৷ (মার্কিন) বিচার বিভাগ সম্প্রতি নিশ্চিত করেছে যে, উইকিলিক্স'এর বিষয়ে তারা তদন্ত অব্যাহত রেখেছে৷ সদ্য প্রকাশিত অস্ট্রেলিয়া সরকারের ফেব্রুয়ারি মাসের নথিপত্রে উল্লেখ রয়েছে, ‘গত এক বছরের বেশি সময় ধরেই আসাঞ্জের করা সম্ভাব্য অপরাধের বিষয়ে তদন্ত করছে মার্কিন গোয়েন্দারা৷''

ব্রিটেন এবং সুইডেনের জনগণের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্নও রেখেছেন মুর এবং স্টোন৷ তাঁরা নিউ ইয়র্ক টাইমসে লিখেছেন, ‘‘আমরা ব্রিটিশ এবং সুইডিশ জনগণের প্রতি তাদের সরকারের কাছে কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজার আহ্বান জানাচ্ছি৷ সুইডিশ কর্তৃপক্ষ কেন আসাঞ্জকে লন্ডনে জিজ্ঞাসাবাদের প্রস্তাব প্রত্যাখান করেছে? এবং কেন উভয় সরকারই এই প্রতিজ্ঞা করতে অপারগ যে, আসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে না?''

সরকারের কাছে এই প্রশ্ন দুটি করার মাধ্যমে ‘সারাবিশ্বের জনগণের পক্ষ নিয়ে বাক স্বাধীনতা ইস্যুতে একটি অবস্থান গ্রহণের দুর্লভ সুযোগ রয়েছে ব্রিটেন এবং সুইডেনের জনগণের সামনে', মন্তব্য অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড জয়ী এই দুই চলচ্চিত্র নির্মাতার৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য