আসজাদুল কিবরিয়াছবি: DWআসজাদুল কিবরিয়াআগ্রহের বিষয়: জাতীয় ও বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং ভূ-রাজনীতি।আসজাদুল কিবরিয়া দুই দশকের বেশি সময় ধরে মূলত অর্থনীতি বিষয়ক সাংবাদিকতা করছেন। অর্থনীতির পাশাপাশি সমাজ, ভূরাজনীতি ও সাহিত্য নিয়েও লেখেন তিনি।