আসছে তিনটি শৈত্যপ্রবাহ
২ জানুয়ারি ২০২০ডিসেম্বরের পরপর দুই দফা শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল দেশের বিভিন্ন অঞ্চল৷ তা কেটে গিয়ে তাপমাত্রা এখন অনেকটাই স্বাভাবিক৷ তবে এই পরিস্থিতির দ্রুত বদল ঘটবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর৷ তাদের পূর্বাভাস অনুযায়ী তিন থেকে পাঁচ জানুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে যারে৷ এরপর তাপমাত্রা আবার কমতে শুরু করবে৷ ৬ জানুয়ারির পরপর আসছে তীব্র শৈত্য প্রবাহ৷ সবমিলিয়ে চলতি মাসে মোট তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস৷
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘‘৬ জানুয়ারির পর একটি এবং এ মাসের শেষ দিকে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে৷ আর জানুয়ারি মাসের মাঝামাঝিতে একটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে৷''
এর আগে ডিসেম্বরে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে দুই দফা শৈত্যপ্রবাহ বয়ে যায়৷ তেঁতুলিয়ায় এ মাসের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে৷
এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাগী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে৷ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ২৮ দশমিট পাঁচ ডিগ্রি সেলসিয়াস৷ আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ দশমিক পাঁচ ডিগ্রি৷
এফএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)