1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রপতির চিরবিদায়

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২২ মার্চ ২০১৩

দেশের মানুষকে চোখের জলে ভাসিয়ে চিরতরে না ফেরার দেশে চলে গেলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান৷ তবে তিনি আশার আলো জ্বালিয়ে গেছেন৷ মৃত্যুতেও পথ দেখিয়েছেন ঐক্যের৷

https://p.dw.com/p/182gg
ছবি: AFP/Getty Images

ঢাকার বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান৷ তাঁকে শুইয়ে দেয়া হয় তাঁরই প্রিয়তমা স্ত্রী আইভী রহমানের কবরে৷ আইভী রহমান ২০০৪ সালের ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত হন৷ তারপর জিল্লুর রহমান প্রায় ৯ বছর প্রিয়তমা স্ত্রী হারানোর শোক বুকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন করেছেন৷ দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রপতির৷ শুক্রবার বিকেলে তিনি চলে গেলেন তাঁর সবচেয়ে আপন প্রিয়তমা আইভীর কাছে৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সময় তাঁকে চোখের জলে বিদায় দেন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, জিল্লুর রহমানের আত্মীয়-স্বজনসহ রাজনৈতিক নেতারা৷

এর আগে জুম্মার নামাজের পর জাতীয় ঈদগাহে দ্বিতীয় জানাজায় অংশ নেন মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সামরিক বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিসহ লাখো মানুষ৷

আর সকালে রাষ্ট্রপতির মরদেহ নেয়া হয় তাঁর গ্রামের বাড়ি ভৈরবে৷ সেখানকার হাজী আসমত আলি কলেজ মাঠে প্রথম জানাজায় অংশ নেন সব শ্রেণি, পেশার মানুষ৷ রাষ্ট্রপতি হওয়ার পর ২০০৯ সালের ১৩ই জুলাই এই মাঠেই তাঁকে নাগরিক সম্বর্ধনা দিয়েছিলেন ভৈরববাসী৷ ভৈরবের সাধারণ মানুষ তাঁদের প্রিয় জিল্লুর ভাইকে শেষবারের মতো দেখেন৷ তাঁরা তাঁদের ভালবাসার মানুষকে বিদায় দেন কান্না আর শ্রদ্ধায়৷ জানাজা শেষে রাষ্ট্রপতির মরদেহের প্রতি গার্ড অব অনার দেয়া হয়৷

মরদেহ ঢাকায় নিয়ে আসার পর কয়েক ঘণ্টা বঙ্গবভনে রাখা হয়৷ সেখানে শেষ শ্রদ্ধা জানান বিদেশি রাষ্ট্র এবং সরকার প্রধানদের প্রতিনিধিরা৷

ভৈরবের জানাজায় রাষ্ট্রপতির ছেলে সংসদ সদস্য নাজমুল হাসান বলেন, ‘আমার বাবা সারা জীবন মানুষকে প্রাণভরে ভালবেসে গেছেন, শত্রুকেও প্রতিপক্ষ ভাবেননি৷ মানুষের কথা ভেবে রাজনীতি করেছেন৷'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক ড. মাহবুবা নাসরিন বলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে যা বলেছেন মৃত্যুর মধ্য দিয়েও তার প্রমাণ রেখে গেছেন রাষ্ট্রপতি৷ তিনি ডয়চে ভেলেকে বলেন তাঁর মৃত্যুর শোক সবাইকে এক করেছে৷ রাজনীতিবিদরা ভেদাভেদ ভুলে গেছেন৷ ভুলে গেছেন বৈরিতা৷ আজীবন গণতন্ত্রীকে হারিয়ে সবাই অভিভাবককে হারানোর বেদনায় কাতর হয়েছেন৷ তাই বিরোধী দল তার রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছে৷ হরতাল প্রত্যাহার করেছে৷ বিরোধী দলীয় নেত্রী ছুটে গেছেন প্রিয় রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানাতে৷ গেছেন সব দলের সব মতের মানুষ৷

মাহবুবা নাসরিন মনে করেন, এই শোকের ভেতরেও আছে আশার আলো৷ আশার আলো জ্বেলে গেছেন জিল্লুর রহমান৷ সেই আলোকে কাজে লাগাতে পারলে দেশ ও দেশের রাজনীতি লাভবান হবে৷ জিল্লুর রহমানের যে গণতান্ত্রিক চেতনা, গ্রহণযোগ্যতা সবাইকে এক করেছে সেই চেতনা যেন সাময়িক না হয়৷ রাজনৈতিক দলগুলো যদি এখন পরস্পরের প্রতি এমন সহনশীল এবং উদার হয় তাহলে দেশের সংকটও দূর হবে৷ সাময়িকভাবে যে সংযম আর সহনশীলতা দেখা যাচ্ছে তা হয়তো স্থায়ী হবে৷

তিনি বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগকে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ইমেজকে বিবেচনায় রাখতে হবে৷ পরবর্তী রাষ্ট্রপতি যিনি হবেন তিনি যেন তাঁর যোগ্য উত্তরসূরি হন৷ তাহলে সব দলের সব মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য হবেন৷ আর রাষ্ট্রপতি কোনো দলের নয়, তিনি সবার৷ যা প্রমাণ করে গেছেন জিল্লুর রহমান৷

গত বুধবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ৮৪ বছর বয়সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷ তাঁর মরদেহ ঢাকায় আনা হয় পরদিন বৃহস্পতিবার৷ তাঁর মৃত্যুতে শনিবার পর্যন্ত তিনদিনের জাতীয় শোক পালন করা হচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য