1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলোচনায় জার্মানির ভাইরাস ‘গুরু’

৩১ মে ২০২০

তাঁর নাম ক্রিস্টিয়ান ড্রস্টেন৷ জার্মানির সেরা ইউনিভার্সিটি হাসপাতালে কাজ করেন তিনি৷ তাঁর দলই বিশ্বে প্রথম করোনার টেস্ট কিট উদ্ভাবন করেছিল৷

https://p.dw.com/p/3d2dD
জার্মানির ভাইরাস গুরু
ছবি: AFP/Pool/M. Kappeler

সেই থেকে করোনা ভাইরাসের একজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন ড্রস্টেন৷ টেলিভিশনে তাঁকে নিয়মিত দেখা গেছে৷ বার্লিনের হুমবোল্ট ও ফ্রি ইউনিভার্সিটির অধীনে থাকা শারিটি ইউনিভার্সিটি হাসপাতালে কাজ করেন তিনি৷ চিকিৎসাবিদ্যায় এখন পর্যন্ত জার্মানির যতজন নোবেল পেয়েছেন, তার অর্ধেকের বেশি নোবেলজয়ী শারিটিতে কাজ করতেন৷ করোনা ভাইরাস নিয়ে জ্ঞানের কারণে অনেকে ড্রস্টেনকে ‘গুরু’ বলে ডাকেন৷ 

করোনা মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিয়ে সারা বিশ্বে প্রশংসিত জার্মান সরকারও ড্রস্টেনের পরামর্শ গুরুত্ব দিয়ে শুনেছে৷ কখন কড়াকড়ি আরোপ করতে হবে, কখন, কীভাবে তা তোলা যেতে পারে, এসব ব্যাপারে সরকারকে পরামর্শ দিয়েছেন ড্রস্টেন৷

তবে কড়াকড়ি তোলার ক্ষেত্রে সরকারের ধীরগতির প্রতিবাদে সম্প্রতি বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে৷ বিক্ষোভকারীদের অনেকের ধারনা ড্রস্টেনের পরামর্শ শুনেই সরকার এমন করছে৷

সম্প্রতি ড্রস্টেনের দলের করা এক গবেষণার প্রাথমিক ফলাফলে শিশুরাও বড়দের মতো সহজে করোনা ভাইরাস ছড়াতে পারে বলে দাবি করা হয়৷ 

জার্মানির সবচেয়ে পঠিত ট্যাবলয়েড ‘বিল্ড’ ড্রস্টেনদের এই গবেষণার ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করে৷ এ বিষয়ে কয়েয়া জানাতে ড্রস্টেনকে এক ঘণ্টা সময় দিয়ে একটি ইমেল করেন বিল্ডের এক প্রতিবেদক৷

এতে ক্ষিপ্ত হয়ে টুইট করেন ড্রস্টেন৷ তিনি লেখেন, ‘‘আমার আরো ভালো কাজ করার আছে৷’’ টুইটের সঙ্গে ঐ সাংবাদিকের পাঠানো ইমেলের স্ক্রিনশটও শেয়ার করেন তিনি৷ স্ক্রিনশটে সাংবাদিকের ফোন নাম্বার দেখা গেছে৷
এছাড়া ড্রস্টেন তাঁদের গবেষণার ফলাফলের পক্ষে শক্ত অবস্থান নিয়ে স্পিগেল ম্যাগাজিনকে বলেন, ‘‘আসলে বৈজ্ঞানিক সমস্যা বোঝায় বিল্ডের কোনো আগ্রহ ছিল না৷’’

এদিকে, বিল্ড পত্রিকায় ড্রস্টেনের গবেষণার ফল নিয়ে যে বিজ্ঞানীরা সমালোচনামূলক মন্তব্য করেছিলেন, তাঁরা দাবি করেন, গবেষণার মান উন্নত করার লক্ষ্যে তাঁরা এমন মন্তব্য করেছেন৷

ড্রস্টেনের টুইটের পর লকডাউনের সমালোচক একদল সামাজিক মাধ্যম ব্যবহারকারী তাঁর বিরুদ্ধে প্রচারণা শুরু করে৷ তারা সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়াতে শুরু করে যেখানে নাৎসি ডাক্তার ইওসেফ মেঙ্গেলের সঙ্গে ড্রস্টেনের মুখ দেখা যাচ্ছে৷ এই ছবির ক্যাপশনে লেখা হয়, ‘‘বিশ্বাস কর, আমি একজন ডাক্তার৷’’

এছাড়া একটি হুমকিমূলক প্যাকেটও পেয়েছেন ড্রস্টেন৷ প্যাকেটে একটি তরল ক্যাপসুল পাঠিয়ে বলা হয়, ‘‘এটা পান কর - তাহলে তুমি রোগ-প্রতিরোধী হয়ে উঠবে৷’’

ইহুদিবিদ্বেষ নিয়ে কাজ করা জার্মান সরকারের প্রধান ব্যক্তি ফেলিক্স ক্লাইন নাৎসি ছবি প্রকাশ করে ‘একজন খুবই যোগ্য বিজ্ঞানীকে’ অসম্মানিত করার চেষ্টার সমালোচনা করেছেন৷

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার বলেছেন, ড্রস্টেনকে হুমকি দেয়ার বিষয়ে নজর রাখা হচ্ছে৷

জেডএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান