1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলেপ্পোর উন্নয়নে জার্মানির সহায়তা

২৭ ডিসেম্বর ২০১৬

যুদ্ধ শুরুর আগে সিরিয়ার জনসংখ্যা ছিল প্রায় দুই কোটি ৩০ লক্ষ৷ এর মধ্যে বর্তমানে প্রায় এক কোটি ৩৫ লক্ষ মানুষের মানবিক সাহায্য প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ৷

https://p.dw.com/p/2Utx5
সিরিয়ার এক ডাক্তার
ছবি: imago/ZUMA Press

এর মধ্যে প্রায় ৯০ শতাংশের চিকিৎসা সহায়তা প্রয়োজন৷ দেশটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর পূর্বাংশের নিয়ন্ত্রণ এখন সরকারের হাতে৷ কয়েকবছর সেটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল৷ সম্প্রতি রাশিয়ার সহায়তায় সরকারি বাহিনী অভিযান চালিয়ে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয়৷ এই অভিযান ছাড়াও গত কয়েক বছরের যুদ্ধে আলেপ্পোর হাসপাতাল ও ক্লিনিকগুলোর অবস্থা বেশ সঙ্গিন৷ সেখানে চিকিৎসা সেবা দেয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো এখন আর নেই৷ তাছাড়া যুদ্ধের ট্রমা কাটাতে আলেপ্পোর অধিবাসীদের এখন বিশেষজ্ঞ পরামর্শ প্রয়োজন৷

এই অবস্থার উন্নতি করতে জার্মানি ১৫ মিলিয়ন ইউরো দেবে বলে ঘোষণা দিয়েছে৷ উন্নয়নমন্ত্রী গ্যার্ড ম্যুলার বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় কয়েক দিন আগে অসহায়ভাবে আলেপ্পোতে বোমা বর্ষণ ও মানুষ হত্যা দেখেছে৷ এখন সেখানে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন৷ ‘‘আমরা যদি এখনই এগিয়ে না যাই তাহলে সিরিয়ায় আরও একটি মানবিক দুর্যোগ দেখা দেবে'', বলে মন্তব্য করেন ম্যুলার৷ 

জার্মানির দেয়া অর্থ দিয়ে প্রায় এক হাজার ডাক্তার, নার্স আর ট্রমা বিশেষজ্ঞ আড়াই বছর তাঁদের কাজ চালিয়ে যেতে পারবেন৷

জার্মানির ১৫ মিলিয়ন ইউরো আসবে ‘ক্যাশ ফর ওয়ার্ক' প্রকল্প থেকে৷ সিরিয়া ও তার আশেপাশের দেশগুলোতে বসবাসরত প্রায় ৪৮ লক্ষ শরণার্থীর সহায়তায় এই প্রকল্প শুরু করে জার্মানি৷

২০১২ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জার্মানি এখন পর্যন্ত বিভিন্নভাবে প্রায় দেড় বিলিয়ন ইউরো অর্থ সহায়তা দিয়েছে বলে জানিয়েছে দেশটির উন্নয়ন সহায়তা বিষয়ক মন্ত্রণালয়৷ ২০১৮ সালে এই সংখ্যা ২ দশমিক ৩ বিলিয়ন ইউরোতে দাঁড়াবে৷ ফলে জার্মানি হবে সবচেয়ে বেশি অর্থ সহায়তা দেয়া তৃতীয় দেশ৷

চেজ ভিন্টার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য