1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলেপ্পোয় রক্তপাত বন্ধের আহ্বান

১৬ ডিসেম্বর ২০১৬

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও রাশিয়ার প্রতি আলেপ্পোয় রক্তপাত বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ ব্রাসেলসের এক বৈঠকে বলা হয়েছে, যুদ্ধবিদ্ধস্ত নগরটিতে আরো ভয়ানক মানবিক বিপর্যয় রোধে জরুরি উদ্যোগ প্রয়োজন৷

https://p.dw.com/p/2UN6N
Syrien Krieg - Szene aus Aleppo, Rebellen & Zivilisten
ছবি: Reuters/A. Ismail

বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর প্রধানরা একদিনের এক শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছিলেন৷ সেখানে সিরিয়া প্রসঙ্গেও আলোচনা ঞয়েছে৷ ধারণা করা হচ্ছিল, সম্মেলনে আলেপ্পোতে সিরীয় সরকার ও রাশিয়ার চালানো অভিযানের কঠোর সমালোচনা করা হবে৷ তা-ই হয়েছে৷  ইইউ-র পররাষ্ট্র নীতি বিষয়ের প্রধান ফেডেরিকা মঘেরিনি সিরিয়া যুদ্ধে রাশিয়ার ভূমিকার কঠোর সমালোচনা করতে গিয়ে  জানান, আলেপ্পোয় স্থিতি ফেরাতে তিনি অবিরাম কাজ করে যাচ্ছেন৷ তিনি আরো জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রী এবং রাশিয়ার সরকারের প্রতি তিনি আলেপ্পোয় মানবিক নিজেদের মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন৷

ইউরোপীয় কমিশনের সভাপতি ডোনাল্ড টুস্ক বলেন, ‘‘আমরা আলেপ্পোয় চিকিৎসক এবং অন্যান্য সহায়তা কর্মীদের পূর্ণ এবং বাধাহীন প্রবেশাধিকার চাই৷''  তিনি আরো বলেন, ‘‘জোর খাটিয়ে এই সংকট নিরসন করা অসম্ভব৷''

বিদ্রোহী অধিকৃত আলেপ্পো নগরী গত জুলাই থেকে ঘিরে রেখেছে বাশার আল-আসাদের অনুগত বাহিনী৷ সম্প্রতি বাশার আল-আসাদ সরকারের অনুগত বাহিনী পূর্ব আলেপ্পোয় পূর্ণ নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে৷ এখন চলছে সেখান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার কাজ৷ তবে নারী-শিশুসহ কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়ার কাজে বিঘ্ন ঘটছে বারবার৷ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, শুক্রবার পূর্ব আলেপ্পোয় অন্তত চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে৷ বিস্ফোরণের পর থেকে মানুষ সরিয়ে নেয়া বন্ধ রয়েছে বলেও জানিয়েছে রয়টার্স৷

এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান