1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরও ৬ বছরের জন্য ক্ষমতায় পুটিন

১৯ মার্চ ২০১৮

বিপুল ভোটে জয়লাভ করে আগামী ৬ বছরের জন্য আবার রাশিয়ার প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির পুটিন৷ আন্তর্জাতিক মঞ্চে তিনি আরও সক্রিয় হয়ে উঠবেন বলে অনুমান করা হচ্ছে৷

https://p.dw.com/p/2uZCa
ছবি: Getty Images/AFP/S. Chirikov

তাঁর জয় নিয়ে বিন্দুমাত্র সংশয় ছিল না৷ রাশিয়ায় রবিবারের নির্বাচনে ৭৬ শতাংশেরও বেশি ভোট পেয়ে আবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ভ্লাদিমির পুটিন৷ অর্থাৎ আরও ৬ বছরের জন্য রাশিয়া তথা বিশ্ব রাজনীতির মঞ্চে তিনি আধিপত্য বজায় রাখতে চলেছেন৷ ২০২৪ সালে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাঁর বয়স হবে ৭১৷ গত দুই দশক ধরে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে তিনি ক্ষমতাকেন্দ্রে নিজের শক্তি বাড়িয়ে এসেছেন৷

জয়ের খবরের পর রেড স্কোয়্যারের কাছে পুটিন তাঁর ভাষণে বলেন, কঠিন অবস্থার মধ্যেও তিনি যে সাফল্য অর্জন করতে পেরেছেন, জনগণের রায়ের মধ্যে তিনি সেই সাফল্যের প্রতি আস্থার প্রতিফলন দেখছেন৷ তাঁর মতে, এই পরিস্থিতিতে দেশে ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি৷ কঠিন সময় সত্ত্বেও মাতৃভূমির উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তিনি৷

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ১১ শতাংশের সামান্য বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন কমিউনিস্ট পার্টির পাভেল গ্রুন্ডিন এবং প্রায় ৫ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন উগ্র জাতীয়তাবাদী নেতা ভ্লাদিমির জিরিনভস্কি৷ এদিন রাশিয়ার প্রায় ১০ কোটি ৯ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৬৭ শতাংশ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন৷

পুটিনের জয়ের ফলে চীনের মতো রাশিয়ায়ও একনায়কতন্ত্র কার্যত আরও জোরালো হলো বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক৷ আইন করে একটানা ক্ষমতায় থাকার সুযোগ না থাকলেও পুটিন এতকাল প্রেসিডেন্ট হিসেবে দু'টি কার্যকালের পর প্রধানমন্ত্রী পদ গ্রহণ করে সেই নিয়ম এড়িয়ে আবার প্রেসিডেন্ট হয়েছেন৷ ২০৩০ সালেও তিনি প্রার্থী হবেন কিনা, এমন এক প্রশ্নের জবাবে তিনি সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, ১০০ বছর বয়স পর্যন্ত কাজ করে যাবার কোনো ইচ্ছা তাঁর নেই৷

এমন এক সময়ে তিনি আবার নির্বাচিত হলেন, যখন আন্তর্জাতিক মঞ্চে নানা ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে৷ ব্রেক্সিটসহ একাধিক কারণে ইউরোপীয় ইউনিয়নে অস্থিরতার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনে অরাজকতার ছাপ দেখা যাচ্ছে৷ পশ্চিমা জগতের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতির ফলে নতুন করে শীতল যুদ্ধের আশঙ্কা বাড়ছে৷ তবে এই সংঘাতের ফলে রাশিয়ায় পুটিন আরও জনপ্রিয় হয়ে উঠেছেন৷ এই অবস্থায় আগামী ৬ বছরে তিনি আন্তর্জাতিক মঞ্চে নিজের ক্ষমতা আরও জাহির করবেন বলে ধরে নেওয়া হচ্ছে৷ সেইসঙ্গে পুটিন অন্যান্য দেশের উপর আরও প্রভাব বিস্তার করার প্রচেষ্টাও চালিয়ে যাবেন বলেও আশঙ্কা করা হচ্ছে৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য