আমূল সংস্কারের অপেক্ষায় ইউরোপ
ইউরোপীয় ইউনিয়নের দ্রুত সংস্কারের প্রয়োজন, এ বিষয়ে তেমন মতপার্থক্য নেই৷ কিন্তু ইউরোপ কোন পথে এগোবে, তা নিয়ে ঐকমত্যের অভাব রয়েছে৷ ফ্রান্স ও জার্মানি এ বিষয়ে বিরোধ মিটিয়ে সংস্কারের রূপরেখা তুলে ধরতে চায়৷
সংস্কারের কাণ্ডারী মাক্রোঁ
ফ্রান্সের তরুণ প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ পপুলিস্টদের উত্থান ও সংকীর্ণ জাতীয়তাবাদী প্রবণতার মোকাবিলা করতে ইউরোপকে আরও ঐক্যের পথে এগিয়ে নিয়ে যেতে চান৷ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে সাধারণ মানুষকে আরও সম্পৃক্ত করে নতুন ইউরোপ গড়ার স্বপ্ন দেখছেন তিনি৷
ব্রেক্সিটের ফলে শাপে বর
এতকাল ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অনেক সংস্কারের উদ্যোগ ব্রিটেনের বিরোধিতায় অগ্রসর হতে পারে নি৷ ২০১৯ সালে ব্রিটেনের বিদায়ের ফলে বহু-প্রতিক্ষিত সংস্কারের কাজ তরান্বিত হবে বলে আশা করা হচ্ছে৷ ফ্রান্স ও জার্মানির যৌথ উদ্যোগে ধাপে ধাপে সেই পথে চলার আশা করছেন ইউরোপপন্থিরা৷
সংস্কারের মডেল নিয়ে সংঘাত
ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ মূলত সংহতির ভিত্তিতে ইউরোপকে আরও ঐক্যবদ্ধ করতে চান৷ অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলির জন্য বাকিদের সাহায্য-সহায়তার মাধ্যমে ইউরোপীয় প্রকল্পকে শক্তিশালী করে তুলতে চান তিনি৷ অন্যদিকে জার্মানিসহ বিভিন্ন দেশের রক্ষণশীল শিবির চায়, সব সদস্য দেশ নিজস্ব উদ্যোগে সংস্কার চালিয়ে প্রতিযোগিতার বাজারে নিজেদের প্রতিষ্ঠা করুক৷
বিতর্কের বিষয়
মাক্রোঁ ইউরো এলাকার আলাদা বাজেট সৃষ্টি করে ও ইউরোপীয় অর্থমন্ত্রীর পদ সৃষ্টি করে সদস্য দেশগুলির মধ্যে বৈষম্য দূর করতে চান৷ এই লক্ষ্যে প্রয়োজনীয় বিনিয়োগ ও বিপদের সময় ধাক্কা সামলাতে সেই অর্থ কাজে লাগানো হবে৷ বিরোধীরা এমন উদ্যোগের খুঁটিনাটি নিয়ে চিন্তিত৷ সদস্য দেশগুলি এমন সাহায্য পেলে ঋণভার, বাজেট ঘাটতিসহ অন্যান্য সংকট দূর করার উদ্যম হারিয়ে ফেলবে বলে তাদের আশঙ্কা রয়েছে৷
ইউরোপীয় মুদ্রা তহবিলের প্রস্তাব
বর্তমানে ইউরো এলাকার সংকটের মোকাবিলা করতে ইএসএম নামের যে তহবিল রয়েছে, সেটিকে ইউরোপীয় মুদ্রা তহবিলে পরিণত করতে চান মাক্রোঁ৷ গ্রিস ও পর্তুগালের আর্থিক সংকটের সময়ে এই তহবিল বেশ কাজে লেগেছিল৷ তবে সেই সিদ্ধান্ত জাতীয় সংসদগুলির হাতে ছিল৷ আলাদা প্রতিষ্ঠান গঠন করলে লাগামহীন ব্যয়ের আশঙ্কা করছেন সংশয়বাদীরা৷
ব্যাংকিং ইউনিয়ন
আগেই দেখা গেছে, যে সদস্য দেশের একটি ব্যাংক সংকটে পড়লে গোটা ইইউ-র জন্য তা দুশ্চিন্তার কারণ হতে পারে৷ তখন বড় ব্যাংকগুলির উপর নজর রাখতে এক তত্ত্বাবধায়ক স্থির করা হয়৷ ইউরোপীয় স্তরে কোনো ব্যাংককে দেউলিয়া হওয়ার আশঙ্কা থেকে বাঁচাতে এবার আরও এক ধাপ এগিয়ে ব্যাংকিং ইউনিয়ন সৃষ্টি করতে চান মাক্রোঁ৷ কিন্তু এর মাধ্যমে ব্যাংকগুলির আগের ঘাটতির বোঝাও এই প্রতিষ্ঠানকে সামলাতে হবে বলে সমালোচকরা মনে করছেন৷
ঐক্যের উদ্যোগ
খুঁটিনাটি বিষয় নিয়ে মতপার্থক্য দূর করে ফ্রান্স ও জার্মানি ঐক্যবদ্ধভাবে ইউরোপীয় ইউনিয়নের সংস্কার শুরু করতে চায়৷ আগামী জুন মাসে ইইউ শীর্ষ সম্মেলনে তার রূপরেখা তুলে ধরার লক্ষ্য স্থির করা হয়েছে৷ আগামী বছর ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের আগে এক্ষেত্রে সাফল্য অর্জন করা জরুরি৷ মাক্রোঁ-সহ ইউরোপপন্থি শক্তি তার ভিত্তিতে পপুলিস্ট দলগুলির মোকাবিলা করতে চায়৷