1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষিতাকে নিয়ে ছবি

৩ জানুয়ারি ২০১৩

তেলুগু ভাষার চিত্রপরিচালক রমন গড্ডম তাঁর আগামী ছবি ‘নিশা’-র কাহিনি হিসেবে নিচ্ছেন নতুন দিল্লির গণধর্ষণের ঘটনাটিকে৷ ভারতীয় মিডিয়াতে তো বটেই, ফেসবুক এবং টুইটারেও এ নিয়ে ঝড় উঠেছে৷

https://p.dw.com/p/17Cuy
ছবি: dapd

রমন কিন্তু বলছেন, তিনি তাঁর ছবিতে সরকার এবং জনগণের প্রতি একটি জোরদার বার্তা রাখতে চেয়েছেন৷ এনডিটিভি'র বিবরণ অনুযায়ী, তিনি বলেছেন, ‘‘আমি বিষয়টির স্পর্শকাতরতা থেকে বাণিজ্যিক লাভ করতে চাইছি না৷ আমি চাইছি এই বার্তা পাঠাতে, যে বর্বর কর্মের ফলে সারা জাতি বিমূঢ়, সে ধরণের কাজকে গৌণ হিসেবে নেওয়া উচিত নয় এবং অপরাধীদের গুরুতর সাজা হওয়া উচিত৷''

তবে তাঁর ছবি শুধু ‘আমানত'-এর কাহিনি নিয়েই নয়, বলেছেন রমন৷ ছবির একটি সংক্ষিপ্ত অংশ ঐ ঘটনা নিয়ে৷ ছবির শুটিং এখন শেষ, পোস্ট-প্রোডাকশনের কাজ চলেছে৷ ছবিতে নাম-করা নায়ক-নায়িকা, সুরকার, কিছুরই অভাব নেই৷ কাজেই সামাজিক যোগাযোগের সাইটগুলিতে একটি উদ্বেগ এখনই দেখা দিয়েছে যে, বাস্তবতার নামে কমার্শিয়াল ফর্মুলার নাচ-গান, স্বল্পবস্ত্রা নায়িকা, সব কিছুই এসে পড়তে পারে৷ ‘আমানত'-এর ভয়ানক বাস্তব থেকে সিনেমার কল্পজগতে উত্তরণ এতটা খেলো হওয়া উচিত নয়৷

অপরদিকে বিষয়টি নিয়ে ছবি করার ব্যাপারেই অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সন্দেহ থেকে যাচ্ছে৷ একজন প্রস্তাব দিয়েছেন, যদি টাকা করা উদ্দেশ্য না হয়, তবে ছবিটি বিনামূল্যে প্রদর্শন করা হোক৷ অপর একজন মনে করেন, এ ধরণের ছবি করাটা ন্যক্কারজনক৷ একটি মেয়েকে পাশবিকভাবে ধর্ষণ করা হলো; তার সুযোগ নিয়ে মুনাফা করার প্রচেষ্টা জীবন, প্রেম-ভালোবাসা এবং মানবতার প্রতি ঠিক সেই চরম অশ্রদ্ধাই প্রদর্শন করে, ধর্ষণকারীদের মধ্যেও যেটা দেখতে পাওয়া যায়৷ ব্যবহারকারীর মতে, ভারতীয় সমাজের ৯৯ শতাংশের মনোভাবই তাই৷

এসি/ডিজি (এনডিটিভি, ফেসবুক, টুইটার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য