খুলছে বার্লিনের রাষ্ট্রীয় অপেরা হাউস
৩০ নভেম্বর ২০১৭হৈমন্তি সূর্যের আলোয় উদ্ভাসিত বার্লিন স্টাট্সওপ্যার, বার্লিনের রাষ্ট্রীয় অপেরা হাউস৷ উন্টার ডেন লিন্ডেন রাজপথটির উপর অবস্থিত ঐতিহাসিক অপেরা হাউসটি সাত বছর ধরে মেরামতির পর আবার খুলতে চলেছে – কাজ এখনও শেষ হয়নি৷ অপেরা হাউসের ভিতরে চলেছে রিহার্সাল: মহাকবি গ্যোটের ‘ফাউস্ট' নাটকের কিছু দৃশ্য নিয়ে সংগীতস্রষ্টা রব্যার্ট শুমান যে অপেরা লিখেছিলেন, তাই দিয়েই শুরু হবে বার্লিন স্টাট্সওপ্যার-এর নতুন জীবন৷
স্টাট্সওপ্যার-এর সংগীত বিভাগের মহাপরিচালক ডানিয়েল বারেনবয়েম-কে বহুদিন ধরে অপেক্ষা করতে হয়েছে এই মুহূর্তটির জন্য, কেননা অপেরা হাউসের মেরামতিতে অনেক বেশি সময় ও অর্থ লেগেছে৷ কিন্তু সে অপেক্ষা স্বার্থক হয়েছে, বলে বারেনবয়েম মনে করেন: ‘‘আওয়াজটা বাস্তবিক এত সুন্দর যে, আমি শুনে আশ্চর্য হয়ে গেছি৷ আমার কানে সেই আওয়াজ সর্বাঙ্গসুন্দর বলে মনে হয়েছে৷''
বার্লিন স্টাট্সকাপেল-এর ক্ল্যারিনেট বাদক মাটিয়াস গ্লান্ডার নতুন প্রেক্ষাগৃহে তাঁর যন্ত্রটি একবার বাজিয়ে দেখলেন৷ তিনিও মুগ্ধ: ‘‘হলটা যে কত বড়, তা দেখে আমি আশ্চর্য হয়ে যাই৷ দারুণ হল আর তার আওয়াজটাও দারুণ, আমরা এর মধ্যেই এখানে কয়েকবার প্র্যাকটিস করেছি – এখানকার অ্যাকাউস্টিক সত্যিই অসাধারণ৷''
‘ডের আল্টে ফ্রিৎস' বা বুড়ো ফ্রিৎস – প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রিডরিশ – ২৭৫ বছর আগে অপেরা হাউসটি তৈরি করান৷ ফেলিক্স মেন্ডেলসন-বার্টোল্ডি বা রিচার্ড ভাগনারের মতো কন্ডাক্টররা এখানে অর্কেস্ট্রা পরিচালনা করেছেন – ১৯৯১ সাল যাবৎ বারেনবয়েম যা করছেন৷
অক্টোবরের মাঝামাঝি থেকে অপেরা হাউসটি আবার দু'মাসের জন্য বন্ধ থাকবে – শেষ কিছু মেরামতির কাজ করা হবে৷ ডানিয়েল বারেনবয়েমের কাছে পুরো প্রকল্পটির গুরুত্ব অনেক: ‘‘আমরা এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গণ্য হতে চাই, যা শুধু বার্লিন কিংবা জার্মানির জন্যই নয়, গোটা ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে৷''
গেরো শ্লিস/মেলিসা হলরয়েড/এসি