1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিয়েগো মারাদোনা

৩১ অক্টোবর ২০১২

সোমবার যে তাঁর জন্মদিন ছিল খবরের পাতায়, টিভি পর্দায় বা ওয়েবসাইটে চোখ রেখে বোঝার জো আছে! শুধু একটা খবরই চোখে পড়ল – মারাদোনা আবার কোচ হচ্ছেন৷

https://p.dw.com/p/16Zx1
ছবি: picture alliance/augenklick

খেলা ছাড়ার পর থেকে ‘আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর'-কে নিয়ে এমন খবর অনেকবারই হয়েছে৷ সে সবের দু-একটাকে সত্যি করে কোচ তো হয়েছিলেনও মারাদোনা৷ আর্জেন্টিনাকে '৮৬-র বিশ্বকাপ জেতানো সুপারস্টার দেশের কোচ হয়েছেন, নিয়েছিলেন দুবাইয়ের অতি অখ্যাত ক্লাব আল ওয়াসলকে সফল করার চ্যালেঞ্জও৷ দু'জায়গাতেই অবশ্য মর্মান্তিকভাবে ব্যর্থ তিনি৷ কোনো দায়িত্ব থেকেই হাসিমুখে বিদায় নেয়ার সুযোগ হয়নি৷

WM 2010 Südafrika Fußball Diego Maradona Argentinien
দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের সময় আর্জেন্টিনার কোচ হিসেবে মারাদোনাছবি: AP

আল ওয়াসলের চাকরিটা গেল গত জুলাই মাসে৷ সেই থেকে বেকার৷ এই অক্টোবরেই ঘুরে গেলেন ভারত, মাতিয়ে গেলেন ভক্তদের৷ এবার বুঝি আবার ভালোবাসার জগতে ফেরার সুযোগ এলো! মারাদোনার ভালোবাসা তো ফুটবল৷ বার্তা সংস্থা এএফপির দেয়া খবর অনুযায়ী ইংল্যান্ডের ব্ল্যাকবার্ন রোভার্সের কোচ হয়ে নাকি সেই জগতে ফেরার একটা সুযোগ পাচ্ছেন তিনি৷ এ বিষয়ে মারাদোনার বক্তব্য এখনো জানা যায়নি৷তবে সাম্প্রতিক অতীত বলছে সুযোগটা পেলে হয়তো ‘না' বলবেন না দিয়েগো৷ এই সেদিনও ইংলিশ প্রিমিয়ার লিগ বা চীনের কোনো ক্লাবের কোচ হওয়ার আগ্রহও দেখিয়েছেন, সুতরাং, ব্ল্যাকবার্ন উপযুক্ত সম্মান এবং সম্মানী দিলে রাজি হতেই পারেন দিয়েগো আর্মান্দো মারাদোনা৷

তবে ব্ল্যাকবার্ন কিন্তু এখন আর প্রিমিয়ার লিগে নেই৷ জঘন্য পারফরম্যান্সের কারণে অবনমন হয়েছে তাদের৷ সে কারণে চাকরি হারিয়েছেন তখনকার কোচ স্টিভ কিন৷ তারপর থেকে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন এরিক ব্ল্যাক৷ তবে ব্ল্যাকবার্ন রোভার্স চায় পূর্ণ দায়িত্বে কাউকে নিয়োগ দিতে৷ এএফপির খবর অনুযায়ী, আপাতত বিবেচনায় রয়েছেন দু'জন – দিয়েগো মারাদোনা আর হ্যারি রেডন্যাপ৷ তবে এ খবর প্রচারের পরপরই রেডন্যাপ বলে দিয়েছেন, অবসর জীবনটা বেশ লাগছে তাঁর, সময়টা উপভোগ করতে আরো ব্যস্ত থাকতে চান গল্ফ নিয়ে, ফুটবল আপাতত নয়, ব্ল্যাকবার্নের কোচ হওয়ার তো এখন প্রশ্নই ওঠেনা৷

তার মানে, তালিকায় একটি মাত্র নাম৷ দিয়েগো মারাদোনা৷ বলুন তো অখ্যাত একটা ক্লাবে আবার দেখা যাবে তাঁকে? যেতেই পারে, তাই না? ব্ল্যাক বার্ন তো আর আল ওয়াসলের মতো অখ্যাত নয়! ছয়বার এফএ কাপ জিতেছে যাঁরা, মারাদোনার প্রশিক্ষণ এবং প্রেরণায় প্রিমিয়ার লিগে তো ফিরে আসতেই পারে তাঁরা৷ উপমহাদেশের ফুটবলভক্তদের কাছে ব্ল্যাকবার্নের আকর্ষণ তখন বেড়ে যাবে আরো৷ ক্লাবটির মালিক যে ভারতীয় তা নিশ্চয়ই জানা আছে আপনার! সেই ক্লাবে যদি মারাদোনাও থাকেন অচেনা ক্লাবের প্রতিও একটা টান তো সবার তখন জন্মাবেই!

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য