মেসি ম্যাজিক
২১ মার্চ ২০১২মঙ্গলবার বার্সেলোনার খেলা ছিল গ্রানাডার সঙ্গে৷ বার্সেলোনা ৫-৩ গোলে জিতেছে৷ আর মেসি একাই তিনটি গোল করেছেন৷ এ নিয়ে বার্সেলোনা পরপর ছয়বার লিগ জিতলো৷ এবং তার ফলে, চাপ বাড়লো রেয়াল মাদ্রিদের ওপর৷
বার্সেলোনার কোচ পেপ গুয়ার্দিওলা মেসি'র এই সাফল্যের প্রশংসা করেন৷ তিনি জানান, ‘‘আমরা মেসি'কে স্বাগত জানিয়েছি৷ সে খুব অল্প সময়ের মধ্যে এতগুলো গোল করেছে৷ অথচ মেসি'র বয়স মাত্র ২৪৷ সে যে শুধু সাধারণ গোল করছে না - তা কিন্তু নয়৷ দারুণ সব গোল আমাদের উপহার দিচ্ছে মেসি৷ আমার মনে হয় আমরা তাকে ফুটবলের মাইকেল জর্ডান বলে ডাকতে পারি৷''
মেসি'র আগে বার্সেলোনার সেজার রদ্রিগেজ সর্বোচ্চ গোলদাতা ছিলেন৷ আগে ধরে নেয়া হয়েছিল যে, তার আমলে বার্সেলোনা ২৩৫টি গোল করেছেন৷ পরে জানা যায়, ২৩৫টি নয় গোলের সংখ্যা ছিল ২৩২টি৷ এবার মেসি'র হ্যাট্রিক সেই রেকর্ডটিও ভেঙে ফেললো৷ বার্সেলোনার সংগ্রহে এখন গোলের সংখ্যা ২৩৫৷ স্বাভাবিকভাবেই, তার পেছনে রয়েছে মেসি'র সাম্প্রতিক এই হ্যাট্রিক৷
মেসি নিজে লিগের পক্ষে একাই ৩৪টি গোল করেছেন৷ এরপরেই রয়েছেন রেয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: দেবারতি গুহ