নারীরা ঘরেই নিপীড়নের শিকার
২৮ ফেব্রুয়ারি ২০১৬রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব শঙ্কার কথা জানিয়েছেন আন্তর্জাতিক নারী অধিকার সংগঠন ‘উইমেনস ফর উইমেন ইন্টারন্যাশনাল' ডাব্লিউএফডাব্লিউআই -এর যুক্তরাজ্য অঞ্চলের নির্বাহী পরিচালক ব্রিটা ফার্নান্দেস শ্মিড্ট৷ সাক্ষাৎকারে তিনি জানান, আফগানিস্তানে সাম্প্রতিককালে আবার ইসলামি জঙ্গি সংগঠনগুলোর প্রভাব বেড়েছে৷ কিছু অঞ্চলে তালেবান আবার পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসতে শুরু করেছে৷ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেনা কর্তৃপক্ষও জানিয়েছে, আফগানিস্তানের এক তৃতীয়াংশ অঞ্চল এ মুহূর্তে তালেবানের নিয়ন্ত্রণে৷ কোথাও কোথাও তালেবান জঙ্গিরা ইসলামিক স্টেটে যোগ দিয়ে নতুনভাবে সংগঠিত হচ্ছে৷
তবে ব্রিটা ফার্নান্দেস শ্মিড্ট জানান, তালেবান নিয়ন্ত্রিত এলাকায় নারীরা কোণঠাসা অবস্থায় থাকলেও নারী নির্যাতন আফগানিস্তানের সাধারণ পুরুষরাই বেশি করেন৷ ঘরে ঘরে চলছে নির্যাতন, নিপীড়ন৷
নারীরা মুখ বুঁজে সহ্য করছেন সব৷ আফগান নারীরা ধীরে ধীরে আরো কোণঠাসা হয়ে পড়ছে৷ব্রিটা ফার্নান্দেস শ্মিড্ট মনে করেন, নারী উন্নয়নের পদক্ষেপ আরো জোরদার না করলে আফগানিস্তানের সংকট আরো ঘণীভূত হবে৷
সাক্ষাৎকারে আফগানিস্তানে জননিরাপত্তা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বও তুলে ধরেছেন ব্রিটা ফার্নান্দেস শ্মিড্ট৷ তবে তিনি মনে করেন, নিরাপত্তার দিকে বেশি মনোনিবেশ করে ঢিলেঢালা উন্নয়ন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করা ভুল৷ তাঁর মতে, ‘‘উন্নয়ন ছাড়া নিরাপত্তা সম্ভব নয়, আবার নিরাপত্তা ছাড়াও উন্নয়ন সম্ভব নয়৷ দুটো আসলে হাত ধরাধরি করেই চলে৷''
আফগানিস্তানের বিভিন্ন এলাকায় নারীদের ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনে সহায়তা করে ডাব্লিউএফডাব্লিউআই৷
এসিবি/জেডএইচ (রয়টার্স)