তালেবান ঠেকাতে আফগানিস্তানে মার্কিন হামলা
১০ আগস্ট ২০১৮হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলান আফগান সেনারাও৷ বার্তা সংস্থা এএফপি-র এক প্রতিবেদন থেকে জানা যায় যে, ঐ হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ১৪ জন সদস্য নিহত হয়৷
এদিকে রাজ্যটির গভর্নরের মুখপাত্র আরিফ নুরি এএফপিকে জানান, দু'পক্ষের এ হামলায় বেশ কিছু বাড়িঘর ও নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এছাড়া রাস্তার ওপর বেশ কিছু তালেবান সদস্যের দেহ পড়ে থাকতে দেখা গেছে বলেও জানিয়েছেন তিনি৷
প্রতিবেদনে এএফপি জানায়, শুক্রবার ভোর রাতে তালেবান সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে শহরটির বিভিন্ন এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালায়৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই অ্যামেরিকান বিমান বাহিনী ও আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা পালটা হামলা চালিয়ে তালেবান সদস্যদের পিছু হঠতে বাধ্য করে৷ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় শহরটির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং স্থানীয়দের বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশনা দেয়৷
আফগানিস্তানে নিযুক্ত অ্যামেরিকান বাহিনীর টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয় যে শহরটি এখন পুরোপুরি দেশটির নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে৷
এদিকে জঙ্গি গোষ্ঠি তালেবান এক বিবৃতিতে জানিয়েছে যে তারা শহরটির অধিকাংশ সরকারি স্থাপনার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে৷ নিরাপত্তা বাহিনীর প্রায় ১৪০ জন সদস্যের হতাহতের দাবিও করেছে জঙ্গি গোষ্ঠিটি৷
২০১৪ সালে ন্যাটো সদস্যদের প্রত্যাহারের পর থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য তালেবান বাহিনীর সাথে লড়তে হচ্ছে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের৷ গত মে মাসে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ফারাহ-এ হামলা চালায় তালেবান জঙ্গিরা৷ এ সময় অ্যামেরিকান বিমান বাহিনী ও আফগান নিরাপত্তা বাহিনীর হামলা ও পালটা হামলার মুখে পিছু হঠতে বাধ্য হয় তালেবান৷
দেশটিতে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তালেবান জঙ্গিদের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা করছে আফগান সরকার৷ গত ফেব্রুয়ারি মাসে তালেবানকে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দেয় তারা৷ এ প্রস্তাব প্রত্যাখ্যান করে তালেবান জঙ্গিরা জানিয়েছে যে, তারা সরাসরি মার্কিন বাহিনীর সাথে শান্তি আলোচনা বসতে চায়৷ তালেবানের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে ওয়াশিংটন জানিয়েছে, শান্তি আলোচনা হতে হবে আফগান প্রশাসনের নেতৃত্বে৷ শান্তি আলোচনার বিষয়ে কূটনৈতিক তৎপরতা এখনও চলছে আফগানিস্তানে৷
আরআর/ডিজি (এপি, এএফপি)