1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পোপ’এর ঐতিহাসিক ফোন

২২ মে ২০১১

প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র বা আইএসএস’এ থাকা নভোচারীদের সঙ্গে কথা বললেন পোপ ষোড়শ বেনেডিক্ট৷

https://p.dw.com/p/11L84
Pope Benedict XVI blesses the faithful upon his arrival in St. Peter's square to celebrate Easter mass at the Vatican, Sunday, April 24, 2011. (AP Photo/Gregorio Borgia)
ছবি: AP

এসময় তিনি নভোচারীদের সাহসিকতার প্রশংসা করেন এবং সেখানে থাকাকালীন তারা প্রার্থনা করেন কি না জানতে চান৷

এছাড়া মহাকাশ গবেষণা কীভাবে পৃথিবীতে শান্তি বয়ে আনতে সহায়তা করতে পারে সে বিষয়েও জানতে চেয়েছেন পোপ৷ এর উত্তরে মার্কিন মহাকাশ ফেরি ‘এন্ডেভার' এর কম্যান্ডার মার্ক কেলি পোপকে বলেন, তারা সৌরশক্তি বাড়ানো নিয়ে কাজ করছেন৷ এতে সফল হলে বর্তমানে পৃথিবীতে যে হানাহানি হচ্ছে তা অনেকটা কমে আসতে পারে বলে জানান তিনি৷

এছাড়া কেলির স্ত্রী যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য গ্যাব্রিয়েল গিফোর্ডস'এর বর্তমান শারীরিক অবস্থার কথা জানতে চান পোপ৷ উল্লেখ্য, বছরের শুরুতে সন্ত্রাসীদের এক হামলায় মাথায় মারাত্মক চোট পান গিফোর্ডস৷ সেই থেকে তিনি এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷

পোপের কাছে মহাকাশে থাকার অভিজ্ঞতা জানান ইটালির নভোচারী রবার্তো ভিট্টোরি৷ তিনি বলেন, ‘‘রাত হলে আমরা নিচে থাকা পৃথিবীর দিকে তাকাই৷ আমাদের পৃথিবী, নীল পৃথিবী, সুন্দর৷''

উল্লেখ্য, পৃথিবী থেকে ৩৫৫ কিলোমিটার উপর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের অবস্থান৷ ষোলটি দেশের বিনিয়োগে প্রায় ১০ বছর ধরে তৈরি করা হয়েছে এই কেন্দ্রটি৷ এতে খরচ হয়েছে প্রায় একশো বিলিয়ন ডলার৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম