সিরিয়া সংকট
২৮ মার্চ ২০১২সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের প্রায় এক বছর ধরে চলমান বিক্ষোভ ও ফলশ্রুতিতে সরকারি বাহিনীর হত্যা নির্যাতন দেশটিকে বহুমুখী সংকটের দিকে ঠেলে দিয়েছে৷ ইতিমধ্যে আন্তর্জাতিক গোষ্ঠী এ সংকট সমাধানে বেশ কয়েক দফা উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে৷ তবে শেষ পর্যন্ত জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান ছয় দফা সমাধান সূত্র প্রস্তাব করেন৷ তাঁর প্রস্তাব বাস্তবায়নে একমত পোষণ করেছে আসাদ প্রশাসন৷ এছাড়া এতোদিন পর্যন্ত প্রায় সব উদ্যোগে ভেটো দিয়ে আসা সিরিয়ার মিত্র দেশ চীন ও রাশিয়াও এবার কোফি আনান'এর প্রস্তাব সমর্থন করেছে৷ ফলে সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতার ব্যাপারে কিছুটা আশায় বুক বেঁধেছে বিশ্ববাসী৷
কিন্তু জাতিসংঘ ও আরব লিগের একক প্রতিনিধির এসব প্রস্তাব বাস্তবায়নে প্রতিশ্রুতি দেওয়ার পরও, বুধবার মধ্য সিরিয়ার শহর কালাত আল মাদিক এবং এর আশেপাশের এলাকায় ভারি সাঁজোয়া যান নিয়ে অভিযান চালিয়েছে সরকারি বাহিনী৷ যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কালাত আল মাদিক ছাড়াও হামা, দারা ও বসরা আল হারিরেও সরকারি বাহিনী অভিযান চালাচ্ছে৷ বুধবার ভোরেই এসব এলাকায় অভিযান শুরু করে তারা৷ কিছু এলাকায় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি'র সদস্যদের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে৷
এদিকে, কোফি আনানের প্রস্তাবিত সমাধান সূত্র মেনে নেওয়ার যে প্রতিশ্রুতি সিরীয় সরকার দিয়েছে, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দেশটির সরকার এবং বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছে চীন৷ নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই বলেছেন, ‘‘আমরা আশা করি, সিরীয় সরকার এবং বিরোধী গোষ্ঠীগুলো তাদের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল হবে এবং তা বাস্তবায়ন করবে৷''
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: দেবারতি গুহ