1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন আইন অবৈধ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৬ সেপ্টেম্বর ২০১৩

বাংলাদেশে নতুন আদালত অবমাননা আইন অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট৷ এই আইনে সরকারি কর্মকর্তাদের কিছু বিশেষ সুবিধা দেয়া হয়েছিল৷ আইনটি অবৈধ ঘোষণার কারণে আগের আইনই বহাল থাকবে এবং সরকারি কর্মকর্তারা বিশেষ সুবিধা পাবেন না৷

https://p.dw.com/p/19owS
High Court building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ছবি: DW/Harun Ur Rashid Swapan

নতুন আদালত অবমাননা আইনে (সংশোধানী ২০১৩) বেশ কিছু বিশেষ সুবিধা দেয়া হয়েছিল সরকারি কর্মকর্তাদের৷ এগুলো হল, সরকারি কর্মকর্তারা অবসরে গেলে তাঁদের বিরুদ্ধে মামলা আর থাকবেনা৷ আদালতের আদেশ পালন বাধ্যতামূলক হবেনা৷ পালনে ব্যর্থ হলে এবং তা সরল বিশ্বাসে হলে, তা অপরাধ হবেনা৷ আদালত অবমাননা মামলার শুরুতে সরকারি কর্মকর্তাদের হাজির হওয়ার নির্দেশ দেয়া যাবেনা৷

অন্যদিকে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর বা তথ্য যদি ভুল এবং তা সরল বিশ্বাসে হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবেনা৷ বিচারকদের খাস কামরায় বিচারিক প্রক্রিয়ার তথ্য প্রকাশ আদালত অবমাননা নয়৷

নতুন এই আইনের বিরুদ্ধে রিট করা হলে বৃহস্পতিবার দুই পক্ষের শুনানি শেষে রায় দেয়া হয়৷ হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ আদালত অবমাননার নতুন আইনকে অবৈধ ঘোষণা করেন৷

এই মামলার আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ ডয়চে ভেলেকে বলেন, এটি একটি যুগান্তকারী রায়৷ এই রায়ের ফলে প্রশাসনে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে৷ তিনি আরও বলেন, ‘‘নতুন আইনে সরকারি প্রশাসনের কর্মকর্তাদের কিছু বিশেষ সুবিধা দেয়া হয়েছিল৷ যার ফলে তাঁরা স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারতেন৷ তাঁদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় আনা যেতনা৷''

অন্যদিকে সংবাদ মাধ্যমের ব্যাপারে তিনি বলেন, অসত্য খবর বা তথ্য প্রকাশ সংবাদ মাধ্যমের স্বাধীনতা নয়৷ তাদের স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতার পরিচয়ও দিতে হবে৷ তাঁর মতে, এই আইন বাতিল হওয়ায় দায়িত্বশীল সাংবাদিকতার পথ আরো প্রশস্ত হবে৷ মনজিল মোরশেদ জানান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ও এ ধরনের একটি আইন করা হয়েছিল, যা পরে বাতিল হয়৷

এদিকে আদালত তার রায়ে বলেছেন, ‘‘আমরা চাইনা কারো হাত বাঁধা থাকুক৷ প্রেস এখন শক্তিশালী মাধ্যম৷ আমরা প্রেসকে লিমিট করতে চাইনা৷ আবার প্রেসও যেন লিমিটের বাইরে না যায়৷ আমরা প্রতিদিনই প্রেসের সহায়তা নিই৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য